Advertisement

অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে ৪৯ রানে অলআউট জ্যোতির দল

চ্যানেল আই

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

অনূর্ধ্ব-১৫ বনাম বাংলাদেশ মহিলা লাল দল
অনূর্ধ্ব-১৫ বনাম বাংলাদেশ মহিলা লাল দল

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে ভালো যাচ্ছে না টাইগ্রেস দলের প্রস্তুতি। বিশ্বমঞ্চে যাওয়ার আগে প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল এবং নারী ক্রিকেটারদের মধ্য থেকে দুটি দল বানিয়ে ওমেন্স চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছে বিসিবি। প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে ৪৯ রানে অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ নারী লাল দল।

বিকেএসপির তিননম্বর মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাতীয় দল অধিনায়ক জ্যোতি। ২০.৪ ওভারে মাত্র ৪৯ রানে সব উইকেট হারায় তার লাল দল। জবাবে ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে লক্ষ্যে পৌঁছে যায় যুবা দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৫ উইকেট হারায় জ্যোতির দল। ১৮তম ওভারে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে পানি পান বিরতি আসে। বিরতি থেকে ফিরে দুই ওভারে ৮ রান তুলতে বাকি উইকেট হারিয়ে বসে দলটি। সারমিন সুলতানা একমাত্র ব্যাটার দুঅঙ্কের ঘরে পোঁছা। ২২ বলে ৩ চারে ১৮ করেন তিনি।

যুবা ছেলেদের হয়ে আলিমুল ইসলাম আদিব ও সুলাইমান ইসলাম ৩টি করে উইকেট নেন। অমিত কুমার দুটি এবং মাহিন হোসেন আলিফ একটি উইকেট নেন।

জবাবে ওপেনিং জুটিতে ৫৭ বলে ৪৪ রান তোলেন আব্দুর রহমান ইরফান এবং খেয়াল রয় ওম। দলীয় ৪৪ রানে ১৬ করে আউট হন ওম এবং ৪৫ রানে মোহাম্মদ ফাইয়াজ খান ফাহিম কোন রান না করে আউট হলে দলকে জয়ের বন্দরে নিয়ে অপরাজিত থাকেন ইরফান, ৩৫ বলে ২৯ রান করেন।

ফুয়ারা বেগম তুল নেন দুটি উইকেট।

Lading . . .