প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তার পরিবর্তে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন স্কট কারি।
দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সর্বশেষ মাঠে নামেন সাকিব। টি-টোয়েন্টি সিরিজও খেলা হয়নি তার। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাঁটুর চোটের অস্ত্রোপচার করাতে হবে সাকিবের।
এদিকে, সাকিবের পরিবর্তে ইংলিশ বংশোদ্ভূত স্কটিশ ক্রিকেটার স্কট কারি ডাক পেয়েছেন। এই পেস বোলিং অলরাউন্ডার কাউন্টিতে হ্যাম্পাশায়ারের হয়ে খেলেন। স্কটল্যান্ডের জার্সিতেও খেলেছেন তিনি।
কারির ২০২৪ সালের মার্চে কানাডার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। স্কটল্যান্ডের জার্সিতে ৩ ম্যাচ খেলে নিয়েছেন ৩ উইকেট। স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও ইংল্যান্ডের অনূধর্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আছে কারির।
উল্লেখ্য, আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। সামনে আ্যশেজ থাকায় মূল ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন