Advertisement

বড় ধাক্কা ভারতের, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন পন্থ

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ঋষভ পন্থ,ছবি: এক্স,
ঋষভ পন্থ,ছবি: এক্স,

ম্যাঞ্চেস্টার টেস্টের মাঝেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। জল্পনা বাড়ছিল আগেই, এ বার সেটাই সত্যি হলো। পায়ে চোট পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় থেকেই ছিটকে গেলেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ।

বুধবার ম্যাচের প্রথম দিনে যন্ত্রণায় কাতরে মাঠ ছেড়েছিলেন তিনি। মিনি অ্যাম্বুল্যান্সে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার প্রকাশ্যে এল তাঁর চোটের আপডেট। গোড়ালির হাড় ভেঙেছে পন্থের। ছয় সপ্তাহের জন্য তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কে খেলবেন পন্থের জায়গায়?

ঋষভ পন্থের চোটের আপডেট

বুধবার সাংবাদিক বৈঠকে সাই সুদর্শন জানিয়েছিলেন স্ক্যানের রিপোর্ট এলে তবেই বিশদে জানা যাবে পন্থের চোটের ব্যাপারে। বৃহস্পতিবার সেই রিপোর্টে জানা যায়, ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। হাড় ভেঙেছে পন্থের।

এই চোট সারতে সময় লাগবে প্রায় দু’মাস। এই সময়টা তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আপাতত ছয় সপ্তাহের জন্য তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। অর্থাৎ শুধু ম্যাঞ্চেস্টার টেস্ট নয়, গোটা সিরিজ়েই আর দেখা যাবে না ঋষভকে।

Rishabh Pant Injury

ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন ঋষভ?

এই নিয়ে এক জনপ্রিয় ইংরাজি দৈনিককে জানান বোর্ডের একজন সদস্য। তিনি বলেন, ‘স্ক্যানে দেখা গিয়েছে হাড় ভাঙায় ৬ সপ্তাহের জন্য বাইরে থাকবেন তিনি। তবে মেডিক্যাল টিম চেষ্টা চালাচ্ছে এই টেস্টের দ্বিতীয় ইনিংসে পেইনকিলার খেয়ে ঋষভের ব্যাটিং করার ব্যাপারে। তবে এখনও সাপোর্ট ছাড়া হাঁটতে পারছেন না ঋষভ। তাই ব্যাট করতে নামার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে হচ্ছে।’

সে ক্ষেত্রে ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন। তবে কনকাশন সাব নেওয়া হবে কি না, সেটা এখনও নিশ্চিত হয়নি।

Fingers crossed for our X-factor 🤞

Speedy recovery, Rishabh! #SonySportsNetwork #GroundTumharaJeetHamari #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/ZHfyMvMfNx

কে খেলবেন ঋষভের জায়গায়?

গোটা সিরিজ় থেকেই ঋষভ ছিটকে যাওয়ায় তাঁর বিকল্প হিসেবে কাকে দলে নেবে ভারত, সেটা নিয়ে জল্পনা বাড়ছে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন ধ্রুব জুরেল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ডাক পেতে পারেন ঈশান কিষান। এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার সম্প্রতি কাউন্টি ক্রিকেটেও খেলছেন। সূত্রের খবর, পঞ্চম টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে যোগ দিতে পারেন তিনি।

Lading . . .