পন্থের চোট থেকে অংশুলের অভিষেক, প্রথম একাদশ নিয়ে আপডেট শেয়ার শুবমানের
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। অন্য দিকে এই ম্যাচে জয় পেলেই সিরিজ পকেটে পুরবে ইংল্যান্ড। এমন অবস্থায় একের পর এক চোটসমস্যায় জর্জরিত ভারত। আকাশ দীপ, অর্শদীপ সিং, নীতীশ রেড্ডিরা নেই চোটের জন্য।
কেমন হবে ভারতের প্রথম একাদশ, তা নিয়ে জোর চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্যাপ্টেন শুবমান গিল।
ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন ঋষভ পন্থ?
লর্ডস টেস্টে কিপিংয়ের সময়ে আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ওই ম্যাচে ব্যাটিং করলেও উইকেটকিপিং করেননি আর। সেই দায়িত্ব সামলেছিলেন ধ্রুব জুরেল। তবে চতুর্থ ম্যাচে নামার আগে সুখবর শোনালেন শুবমান। তিনি বলেন, ‘ঋষভ পুরোপুরি ফিট এখন। এই ম্যাচে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন।’ এর ফলে ধ্রুব জুরেলের সুযোগ পাওয়ার আশা কিছুটা কমলো। কারণ, করুণ নায়ারের উপর ভরসা রাখতে চায় ভারতীয় দল, সেটা স্পষ্ট শুবমানের কথায়।
Manchester, get ready for a full dose of Rishabh-Panti! 😎 #RishabhPant is fit and all set to light it up with the gloves AND with the bat. #ENGvIND | 4th Test | WED, 23rd JULY, 2:30 PM | Streaming on JioHotstar pic.twitter.com/QeiwOrM2a5
বাদ পড়বেন করুণ নায়ার?
অভিজ্ঞ এই ক্রিকেটার আরও একটা সুযোগ পেতে পারেন, এমনটাই ইঙ্গিত দিলেন শুবমান। তিনি বলেন, ‘আমার মনে হয় বড় রান করতে না পারলেও ভালো ব্যাটিং করছেন করুণ। প্রথম ম্যাচে নিজের পছন্দের পজিশনে ব্যাট করার সুযোগ পাননি উনি। একবার হাফ সেঞ্চুরি বা বড় রান পেলেই চেনা ছন্দে দেখা যাবে ওঁকে। টিম ম্যানেজমেন্টের ভরসা রয়েছে ওঁর উপরে।’
The Shami Successor is here, CSK Starboy Anshul Kamboj 💥 💛 pic.twitter.com/oujObPACdR
অভিষেক ঘটবে অংশুল কম্বোজের?
আকাশ দীপ, অর্শদীপ সিং ছিটকে যাওয়ার পরে বুমরা-সিরাজের সঙ্গী কে হবেন, সেই প্রশ্ন উঠছিল। তবে এ ক্ষেত্রে যে এগিয়ে অংশুল কম্বোজ, তেমন ইঙ্গিত দিলেন শুবমান। তিনি বলেন, ‘দল যেটা চাইছে, সেটা করে দেখানোর ক্ষমতা রয়েছে অংশুলের। অনেকদিন ধরেই দেখছি ওঁকে। ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন অংশুল। তবে অভিষেকের খুব কাছাকাছি রয়েছেন। প্রসিধ না অংশুল, কে খেলবেন, সেটা নিয়ে ম্যাচের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’