Advertisement

রান আউট হয়ে সাজঘরে শান্ত

যুগান্তর

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

24obnd

রান আউট হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ১৬.৩ ওভারে দলীয় ১০০ রানে সাজঘরে ফেরেন শান্ত। তিনি ২৬ বলে দুই বাউন্ডারিতে ২৩ রান করে ফেরেন।

তার আগে ৪.৪ ওভারে দলীয় ২৯ রানে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ১৬ বলে তিন বাউন্ডারিতে ১৩ রান করে আউট হন।

দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৬১ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার ১০৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।

Lading . . .