প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের চলতি আসরের ষষ্ঠ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তবে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই পাকিস্তান হারায় প্রথম উইকেট। দলীয় ৬ রানে দলটি হারায় দ্বিতীয় উইকেট। ওপেনার সাইম আইয়ুব রানের খাতা খোলার আগে আউট হন। তবে ৩ রান করে আউট হন মোহাম্মদ হারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান নিয়ে ব্যাট করছিল। চলতি এশিয়া কাপে আগের ম্যাচে ভারত-পাকিস্তান উভয় দলই জয় পেয়েছে। ভারত ৯ উইকেটে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে। আর পাকিস্তান ৯৩ রানে জয় পেয়েছিল ওমানের বিপক্ষে। গতকাল দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেছেন, উইকেট ধীর মনে হওয়ায় শুরুতে ব্যাটিং করে ভালো সংগ্রহ দাঁড় করাতে চান। যদিও ভারতের অধিনায়ক সূর্যকুমারের মতে, টস জিতলে তিনি বোলিংই নিতেন। দুই দলের টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতই। এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০টিতেই তারা। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কম রানের এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল।
পাকিস্তানের একাদশ : সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আরবার আহমেদ।
ভারতের একাদশ : অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু সামসন (উইকেটকিপার), শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন