আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

আবারও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। মূলত এটি ২০২৪ সালে পিছিয়ে যাওয়া সিরিজেরই অংশ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এই বহুল প্রতীক্ষিত সিরিজ।
ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে জানা গেছে, সিরিজটির সম্ভাব্য সময় অক্টোবর মাস। সেপ্টেম্বরের অনুষ্ঠিত এশিয়া কাপের পর এবং বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হতে পারে।
প্রাথমিক সূচি অনুযায়ী, গত বছর জুলাইয়ে দুই দলের মধ্যে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে সূচি বদলে সেবার কেবল ওয়ানডে সিরিজ খেলে আফগানিস্তান ও বাংলাদেশ। সেই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আফগানরা।
আরো পড়ুন : আবারো অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন সাকিব
এবারের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ফাঁকা সময়ে আফগানিস্তান সিরিজটি আয়োজন করতে আগ্রহী। অক্টোবরের শেষ দিকে জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে তাদের সামনে আরো আছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আগামী বছর দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ আয়োজন নিয়েও আলোচনা করছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
উল্লেখ্য, দুই দল শেষবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশ ৮ রানে হেরে যায়। আর সেই জয়ের হাত ধরেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল আফগানিস্তান।
প্রস্তুতি পর্বের অংশ হিসেবে এই সিরিজটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।