Advertisement

লর্ডসে শেষ দিন চরম নাটকীয়তার অপেক্ষা

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

লর্ডসে শেষ দিন চরম নাটকীয়তার অপেক্ষা
লর্ডসে শেষ দিন চরম নাটকীয়তার অপেক্ষা

লর্ডস টেস্টে যে অবস্থা দাঁড়িয়েছিল, তাতে খুব সহজেই ভারতের পক্ষে জয় করে নেয়া সম্ভব ছিল; কিন্তু সেটা আর হলো কই! গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষ দিন হয়তো অনেক নাটকীয়তা দেখা যেতে পারে। ম্যাচের ফল যে কোনো দিকেই যেতে পারে। জিততে পারে ইংল্যান্ড কিংবা ভারতের যে কেউ।

তৃতীয় দিন শেষ বিকেলে ১১ রানের মধ্যেই ভারতের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচটা নাটকীয়ভাবে জমিয়ে তোলে ইংল্যান্ড। কিন্তু সেই নাটকীয়তাকে আরও বেশি পরিণতি দান করে ভারতের বোলাররা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে অলআউট করে দিলো মাত্র ১৯২ রানে। জয়ের জন্য তাই ভারতের প্রয়োজন হয়ে দাঁড়ায় ১৯৩ রান।

সহজ লক্ষ্য। শুভমান গিলরা যেভাবে ফর্মে রয়েছেন, তাতে ২০০ রানেরও কম রান তাড়া করে জয় খুবই সহজ একটি বিষয় হওয়ার কথা ছিল; কিন্তু এই রান তাড়া করতে গিয়েই চতুর্থদিন শেষ বিকেলে একের পর এক উইকেট হারিয়ে বসে ভারতীয়রা। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ওই অবস্থাতেই খেলা শেষ হয়ে যায়।

জয়ের জন্য ভারতের এখনও প্রয়োজন ১৩৫ রান। হাতে আছে আর ৬ উইকেট। তবে ভারতের আশার প্রতীক এখনও লোকেশ রাহুল আছেন উইকেটে। তিনি ব্যাট করছেন ৩৩ রান নিয়ে। আউট হলেন জসস্বি জয়সওয়াল, করুন নায়ার, শুভমান গিল ও আকাশ দ্বিপ।

রোববার খেলা শুরু হওয়ার আগে দেখাচ্ছিল, এই টেস্ট ড্রয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ। পরের ৬১.১ ওভারে বদলে গেল ছবিটা। ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর দেখাল ভারতের পক্ষে জয়ের শতাংশ ৭৭। ইংল্যান্ডেরও সুযোগ ২৩ শতাংশ।

তবে চতুর্থ দিনের খেলা শেষ হতে হতে ছবিটা আবার বদলাল। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৩ রান তাড়াতাড়ি করতে নেমে প্রথম সারির তিন ব্যাটার আউট হয়ে গেলেন। সঙ্গে রাতের প্রহরী (নাইটওয়াচম্যান) আকাশ দ্বিপও আউট।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শুভমান গিল। রান পাননি জসস্বি জয়সওয়াল ও করুণ নায়ারও। ভাগ্যের জোরে বেঁচে গেছেন লোকেশ রাহুল। ফলে কিছুটা হলেও বিপাকে ভারত। সোমবার পঞ্চমদিন হবে ফয়সালা। নাটকীয় পরিস্থিতে কোন দিকে গড়ায় খেলা, সেটাই দেখার।

Lading . . .