৮ বছর পর জাতীয় দলে, এক পরিবর্তন করে চতুর্থ টেস্টের প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

প্রথা মেনে ইংল্যান্ড ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে দল ঘোষণা করে দিল। ২৩ তারিখ থেকে শুরু ম্যাঞ্চেস্টার টেস্ট, তার আগে ২১ তারিখ দল ঘোষণা করল তারা। এই দলে একটাই পরিবর্তন করা হয়েছে। ৮ বছর পর জাতীয় দলে ফিরলেন লিয়ান ডসন। শোয়েব বশিরের জায়গায় তাঁকে সুযোগ দিয়েছে।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন ডসন। সেই ম্যাচে তিনি একটি উইকেট নিয়েছিলেন। এরপর বাদ পড়েন। লর্ডস টেস্টে শোয়েব বশির চোট পাওয়ার পর তাঁকে দলে নিয়েছিল ইংল্যান্ড। তাঁকে প্রথম একাদশে রাখা হবে সেটা নিশ্চিত ছিল, অবশেষে তাতে সিলমোহর দিল ইংল্যান্ড ক্রিকেট দল।
এই ম্যাচটা লিয়াম ডসনের কেরিয়ারের চতুর্থ ম্যাচ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি সুযোগ না পেলেও তিনি ঘরোয়া ক্রিকেটে জনপ্রিয় নাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৩৭১টা নিয়েছেন। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত তিনি ১৫ বার পাঁচ উইকেট নিয়েছেন।
Our XI for the fourth Test is here 📋
One change from Lord's 👊
২০২৩ সালের শুরু থেকে ডসন হ্যাম্পশায়ারের জার্সিতে ১২৪টা উইকেট নিয়েছেন। গত বছর তিনি ৫৪টা উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৯৫৬ রানও করেছেন। তাঁকে সুযোগ দেওয়া নিয়ে সাংবাদিক বৈঠকে ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক বলেন, ডসন পুরনো ঘোড়া। ওঁর অনেক অভিজ্ঞতা আছে এবং বোলিংয়ে প্রচুর বৈচিত্র্য আছে।
ডসনকে সুযোগ দেওয়ার কারণ হিসেবে হ্যারি ব্রুক বলেন, আমরা টেস্ট সিরিজ়ে দেখেছিল বাঁ হাতি ব্যাটারদের ক্ষেত্রে বল বাইরের দিকে যাচ্ছে। একটা ফুটমার্ক তৈরি হচ্ছে এতে। আশা করছি এই সুযোগটা ডসন কাজে লাগাতে পারবে।
দেখে নিন ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ইংল্যান্ড দল
জ়্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার