Advertisement

খালেদের ৪ উইকেট, ১ রানের রুদ্ধশ্বাস জয় রংপুরের

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

খালেদের ৪ উইকেট, ১ রানের রুদ্ধশ্বাস জয় রংপুরের
খালেদের ৪ উইকেট, ১ রানের রুদ্ধশ্বাস জয় রংপুরের

গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে রুদ্ধশ্বাস ১ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের এই লড়াকু জয়ের কৃতিত্ব পেসার খালেদ হোসেন ও আজমতউল্লাহ ওমরজাইয়ের।

জয়ের জন্য ১৮ বলে হোবার্টের দরকার ছিল ২৬ রানের, হাতে ৪ উইকেট। বলা যায়, ম্যাচ তখনও হোবার্টের হাতেই। কিন্তু ১৮তম ওভারে কোনো উইকেট শিকার করতে না পারলেও মাত্র ৪ রান দিয়ে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিকে চাপে ফেলে দেন আজমতউল্লাহ।

এরপর ১২ বলে দরকার ছিল ২২ রানের। ১৯তম ওভারে ৯ রান খরচা করেও ২ উইকেট তুলে জয়ের পেন্ডুলাম রংপুরের দিকে এনে দেন খালেদ। তখনও সবকিছু অনিশ্চিত। কারণ শেষ ওভারে হোবার্টের দরকার ১৩ রান, হাতে ২ উইকেট।

শেষ ওভারে বোলিংয়ে এসে আজমতউল্লাহ প্রথম ৩ বলেই খরচা করেন ১০ রান। অর্থাৎ শেষ ৩ বলে হোবার্টের দরকার মাত্র ৩ রান। ওভারের চতুর্থ বলে স্বদেশি মোহাম্মদ নবিকে আউট করেন আফগান পেসার আজমতউল্লাহ।

পঞ্চম বলে ১ রান দেন তিনি। শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল হোবার্টের। ইনিংসের শেষ বলে উইকেটের মাঝে দৌড়ে সফলভাবে ১ রান নিতে পারলেও দ্বিতীয়বার দৌড় দিয়ে রানআউট হয়ে যান হোবার্টের বিলি স্টেনলেক। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় রংপুর।

এর আগে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করে রংপুর। কাইল মায়ার্স ৪২ বলে ৬৭ ও ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ রান করেন।

হোবার্টের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪৪ রান করেন মোহাম্মদ নবি।

রংপুরের হয়ে বল হাতে খালেদ হোসেন ২৬ রানে ৪ উইকেট, ইফতেখার আহমেদ ১৩ রানে ২ উইকেট শিকার করেন।

Lading . . .