এ বার স্পনসরদের বয়কটের মুখে আফ্রিদি-শোয়েবরা, WCL-এ আরও কোণঠাসা পাকিস্তান
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

বর্তমানে পাকিস্তান ক্রিকেটের দুর্দশার কথা অজানা নয় কারও। মুড়ি-মুড়কির মতো কোচ বদল কিংবা প্রশাসনিক দুর্নীতি– বিশ্ব ক্রিকেটে হাসির খোরাক হয়ে উঠছে পাকিস্তান। এ বার কোণঠাসা হলেন প্রাক্তন ক্রিকেটাররাও।
পহেলগাম হামলার পরে আরও তিক্ত হয় ভারত-পাকিস্তান সম্পর্ক। তার প্রভাব পড়েছে খেলার মাঠেও। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। ম্যাচ বাতিল করতে বাধ্য হন WCL-এর আয়োজকরা।
এই ঘটনার পরে ভারতীয় প্লেয়ারদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বয়কট করল টুর্নামেন্টের স্পনসররা।
কেন WCL-এর স্পনসরদের পক্ষ থেকে পাকিস্তানকে বয়কট করা হয়েছে?
ম্যাচে নামার আগে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠানদের মতো প্রাক্তন তারকা ক্রিকেটাররা নাম প্রত্যাহার করে নেন। পহেলগামের ঘটনার প্রতিবাদে কোনওদিন পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সেই সিদ্ধান্তে অটল থাকলেন।
এই তালিকায় নাম জুড়ল টুর্নামেন্টের স্পনসরদের মধ্যে অন্যতম ইজ়মাইট্রিপ-এর। এই সংস্থার অন্যতম কর্ণধার বলিউড তারকা অজয় দেবগণ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করা হয় সংস্থার পক্ষ থেকে। সেখানে স্পষ্ট জানানো হয়, পাকিস্তান অংশ নিচ্ছে, এমন কোনও ম্যাচের সঙ্গে যুক্ত হবে না তারা।
Official Statement from EaseMyTrip
Despite entering into a 5-year sponsorship agreement with the World Championship of Legends (WCL) two years ago, our stance has always been clear—EaseMyTrip will not be associated with or participate in any WCL match involving Pakistan
We…
ওই পোস্টে তারা লেখে, ‘দু’বছর আগে WCL-এর সঙ্গে পাঁচ বছরের জন্য স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি হয় আমাদের। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলকে আগের মতোই সমর্থন করব আমরা। তবে টুর্নামেন্টের যে ম্যাচে পাকিস্তান অংশ নেবে সেখানে কোনও ভাবে যুক্ত হব না। ম্যাচগুলোর কোনও প্রোমোশন করব না। এই বিষয়টা প্রথম থেকেই জানানো হয়েছিল WCL কর্তৃপক্ষকে। সেই সিদ্ধান্তে অনড় থাকছি আমরা।’
Jo kadam 11 May ko liya, uspe aaj bhi waise hi khada hoon. Mera desh mere liye sab kuch hai, aur desh se badhkar kuch nahi hota.
Jai Hind! 🇮🇳 pic.twitter.com/gLCwEXcrnR
কী বললেন শিখর ধাওয়ান?
পাকিস্তানকে বয়কট করা নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানও। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটি ই-মেইলে তিনি জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অংশ নেবেন না। সেই মেইলের ছবি পোস্ট করেন শিখর। ক্যাপশনে লেখেন, ‘মে মাসের ১১ তারিখ যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও তাতেই অনড় থাকছি। আমার কাছে দেশের চেয়ে বড় কিছু নেই। জয় হিন্দ!’
তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই নিয়ে।