Advertisement

বাংলাদেশ দল তো আমার বাপ-দাদার সম্পত্তি নয়: সালাউদ্দিন

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫

বাংলাদেশ দল তো আমার বাপ-দাদার সম্পত্তি নয়: সালাউদ্দিন
বাংলাদেশ দল তো আমার বাপ-দাদার সম্পত্তি নয়: সালাউদ্দিন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনার শিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাই সব সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ দলের ব্যাটারদের বাজে পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনার শিকার ব্যাটিং কোচ সালাউদ্দিন। অনেকেই অভিযোগ তুলছেন, সালাউদ্দিন নিজের পছন্দের ক্রিকেটারদের একাদশে সুযোগ দেন। প্রশ্ন উঠেছে, তার মতো ব্যাটিং কোচ থাকতে ব্যাটারদের পারফরম্যান্স এতটা খারাপ হয় কী করে?

বুধবার কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে মিডিয়ার মুখোমুখি হন কোচ সালাউদ্দিন। সেখানেই নিজের কোচিং এবং তাকে নিয়ে চারদিকে বয়ে চলা সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে সব অভিযোগকে দূরে ঠেলে এবং সমালোচনাকে সাদরে গ্রহণ করে সালাউদ্দিন অকপটে জানিয়ে দেন, বাংলাদেশ দল কারও বাপ-দাদার সম্পত্তি নয়। ভালো না করলে সমালোচনা হবেই।

তিনি বলেন, ‘বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি নয়। ভালো না করলে এখানে সমালোচনা হবেই। এটা আমাকে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, সৎ কি না, সেটিই আমার কাছে মুখ্য বিষয়।’

জাতীয় দলেই কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন বিষয়টা এমন নয়। তিনি জানিয়েছেন, বিসিবি তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এখন যেখানে খুশি তাকে দায়িত্ব দিতে পারে। জাতীয় দলের এই সহকারী কোচ বলেন, ‘আমি কোচ। আমাকে যদি বলা হয় অনূর্ধ্ব-১৩ দলে গিয়ে কোচিং করাও, আমি কিছু মনে করব না। আমার ওখানে (বিসিবির নিয়োগপত্রে) লেখা নেই যে, আমি কেবল জাতীয় দলেরই কোচ। এগুলো নিয়ে আমার কখনো ইগোর সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। কেউ যদি আসেও (ব্যাটিং কোচ হিসেবে) সেটা যেন দলের ভালোর জন্য হয়।’

তবে তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ সম্পর্কে কিছুটা হলেও মন খারাপ করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আজ ২৭-২৮ বছর কোচিং করার পরে শুনছি দল নিয়ে অনেক অভিযোগ। এসব অভিযোগ একটু লিখে দিলে ভালো হতো। প্রমাণ দিলে ওই কোচের জন্য ভালো হতো এবং আমি যদি ভুল করি তাহলে আমি শুধরাবো।‘

সালাউদ্দিন মনে করেন, তিনি যদি ভালো না করেন, তাহলে বোর্ড তাকে সরিয়ে দিক! তিনি বলেন, ‘আমি জানি, আমি কী। আমি ভালো কোচ নাও হতে পারি। আমি যদি ভালো না হই বোর্ড আমাকে সরিয়ে দিক, কোনো সমস্যা নেই।’

মিডিয়ার ওপরও কিছুটা ক্ষোভ ঝাড়লেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘কেউ সৎ নাকি অসৎ, এটা জেনে তার বিরুদ্ধে লেখা উচিত। হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত আছি। অনেক দুর্বল মানুষ কিন্তু পড়ে যেতে পারে। আর আমার এমন নয় যে, এখানে চাকরি করতেই হবে। আমার অনেক কিছু করার আছে। এখানে আমি নিজের ইচ্ছায়ও আসিনি। আমি চাকরি চেয়েছি, এখানে চাকরি দেন- এমন কিছুই না।’

দলে নিজের পছন্দ-অপছন্দ ছাপিয়ে দেন না বলেই দাবি করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘দলের ভালোর জন্য যেটা মনে হবে, সেটা সামান্য পরিমাণও পরিবর্তন করা সম্ভব হলে পরিবর্তন করব। দল তো নিয়মিত পরিশ্রম করছে। এর মধ্যে পছন্দের তালিকা করে আমার লাভটা কি? আমরা প্রতিদিন জয় পাচ্ছি, তখন ইচ্ছামতো কাউকে খেলিয়ে দিলাম, এমন তো না। আমরা নিজেরা তো ভালো খেলছি না।’

Lading . . .