Advertisement

জাতীয় ক্রীড়া বিলের অধীনে BCCI? প্রকাশ্যে একাধিক রিপোর্ট

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

জাতীয় ক্রীড়া বিলের অধীনে BCCI?,Ei Samay
জাতীয় ক্রীড়া বিলের অধীনে BCCI?,Ei Samay

১৮২ বছর পরে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। ICC-র চেয়ারম্যান জয় শাহ এই নিয়ে জানিয়েছিলেন, বিশ্বমঞ্চে ক্রিকেটের আরও প্রসার ঘটানো এবং কমার্শিয়ালাইজ়েশন করাও একটা লক্ষ্য তাদের। এমন আবহে মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এক নতুন খবর। বাকি ক্রীড়া সংস্থাগুলোর মতো এ বার BCCI–ও কি আসতে চলেছে জাতীয় ক্রীড়া বিলের অধীনে? সে রকমই ইঙ্গিত দিয়েছেন ক্রীড়ামন্ত্রকের একটি সূত্র। যার অর্থ, ভারতীয় ক্রিকেট বোর্ডও এ বার আসবে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে।

কেন BCCI-কে জাতীয় ক্রীড়া বিলের অধীনে আনা হতে পারে?

আর্থিক ভাবে BCCI সরকারের উপরে নির্ভরশীল নয়। কিন্তু ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট। টি–টোয়েন্টি ফর্ম্যাটের এই টুর্নামেন্টে যোগ্যতা পেলে খেলবে ভারতও। আর টিম ইন্ডিয়ার যোগ্যতা পাওয়া নিয়ে ক্রিকেটমহলে খুব একটা সংশয়ও নেই। বলা হচ্ছে, অলিম্পিক্সের জন্যই BCCI-কে আনা হবে ক্রীড়া বিলের অধীনে।

২০১৯ পর্যন্ত BCCI-কে জাতীয় ক্রীড়া সংস্থা হিসেবে (NSF) হিসেবে গণ্য করা হতো না। কিন্তু ২০২০ সালে RTI অ্যাক্টের অধীনে আনা হয় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থাকে। এ বার নতুন ক্রীড়া বিল কার্যকরী হলে BCCI চলে আসবে ক্রীড়া বিলের অধীনে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের নিয়মকানুনও সে ক্ষেত্রে মেনে চলতে হবে বোর্ডকে। এই বিলে প্লেয়ারদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি।

BCCI to come under National Sports Bill 🚨

— Age cap raised from 70 to 75
— Roger Binny eligible for another 3-year term ✅ #BCCI #RogerBinny #India #Cricket pic.twitter.com/Y2H8hKVrOi

বিলের প্রস্তাব অনুযায়ী, অত্যন্ত ভালো মানের অন্তত দু’জন ক্রীড়াবিদকে সব ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ কমিটিতে থাকতে হবে। মেয়ে ক্রীড়াবিদদের কথা মাথায় রেখে প্রতি সংস্থার এক্সিকিউটিভ কমিটিতে রাখতে হবে অন্তত চার জন মহিলা সদস্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বুধবারই সব জল্পনার অবসান ঘটতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

Lading . . .