Advertisement

এশিয়া কাপের আগে ভারতীয় অ্যানালিস্টকে নিয়োগ দিলো বিসিবি

ঢাকা পোস্ট

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের মাটিতে। সেখানে আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আগে শেষ সময়ের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। আর এই দুই সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনলো বাংলাদেশ।

ভারতের অক্ষয় হিরামেথকে কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গেল ২১ আগস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত অক্ষয়ের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

১৫ হাজার ডলারে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। সবমিলিয়ে বিসিবির থেকে বছরে তিন কিস্তিতে বেতন নেবেন অক্ষয়। এর আগে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অ্যানালিস্টের কাজ করেছিলেন অক্ষয়।

এসএইচ/এইচজেএস

Lading . . .