Advertisement

এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান দলে ফিরতে পারেন বাবর আজম

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

বেশকিছু দিন ধরে টি-২০ থেকে দূরে রাখা হয়েছে বাবর আজমকে |ক্রিকইনফো থেকে নেয়া ছবি
বেশকিছু দিন ধরে টি-২০ থেকে দূরে রাখা হয়েছে বাবর আজমকে |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান টি-২০ দলে ফিরতে পারেন সাবেক অধিনায়ক বাবর আজম। বিশেষ করে ফখর জামানের ফিটনেস নিয়ে যেহেতু শঙ্কা দেখা গেছে, সে কারণেই বাবরের ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে ফখর জামান ইনজুরিতে পড়েন। ইনজুরির কারণে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই ফখরকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এ কারণে এশিয়া কাপে ফখরের খেলা প্রায় অনিশ্চিত বলা যায়।

একটি সূত্র জানিয়েছে, তার ইনজুরি নিবিড়ভাবে বোর্ড পর্যবেক্ষণ করছে। একইসাথে তার যথাযথ পুনর্বাসনের ওপরও জোর দিয়েছে। একইসাথে বিকল্প চিন্তা নিয়েও তারা ভাবছে।

ফখর যদি সময়মতো ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে স্কোয়াডে ফিরতে এই মুহূর্তে বাবর আজমই শক্তিশালী প্রার্থী। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরমেন্সও এশিয়া কাপের দলে ফেরার জন্য বিবেচ্য হবে। বাবর যদি নির্বাচকদের আশ্বস্ত করতে পারেন, তহালেই টি-২০ জাতীয় দলে তার ফেরার পথ সুগম হবে তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে দল থেকে বাদ পড়ার পর বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে দেখা করেছেন।

এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পিসিবি।

আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচটি দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে।

সর্বমোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। গ্রুপ-এ’তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। তাদের সাথে এই গ্রুপে আরো রয়েছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ-বি’র দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

Lading . . .