প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

এই সময়: নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকর ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর পদে থাকলেও নির্বাচক কমিটিতে অন্তত দুটি বদল হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে দু’জন নিবার্চক পদে নতুন লোক চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আবেদন করার শেষ তারিখ আগামী ১০ সেপ্টেম্বর। অনেকেই মনে করছেন, প্রাক্তন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা জাতীয় নিবার্চক পদে দক্ষিণাঞ্চল থেকে আসতে পারেন। আর একজন নিবার্চক আসতে পারেন মধ্যাঞ্চল থেকে। এখন দক্ষিণাঞ্চলের প্রতিনিধি এস শরথ তাঁর মেয়াদ পূর্ণ করেছেন। এ ছাড়া এখন কমিটিতে আছেন অজয় রাতরা, শিবসুন্দর দাস ও সুব্রত বন্দ্যোপাধ্যায়।
নির্বাচক হওয়ার যোগ্যতায় আগের চেয়ে কোনও বদল বয়নি। আবেদনকারীকে কমপক্ষে ৭টি টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। কিংবা খেলতে হবে ১০টি ওয়ান ডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ।
এ দিকে, মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ম্যাচ সরানো হলো বেঙ্গালুরু থেকে। আইপিএলের পরে আরসিবি–র বিজয়োৎসবে স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের কোনও ম্যাচ রাখা হচ্ছে না। তার বদলে ম্যাচগুলি চলে যাচ্ছে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এর ফলে ভারতে মুম্বই ছাড়া বিশ্বকাপের ম্যাচ হবে গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও শ্রীলঙ্কার কলম্বোয়। বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৩০ সেপ্টেম্বর। ভারত সহ মোট আটটি দেশ এই টুনার্মেন্টে খেলবে।
আরও পড়ুন