Advertisement

সেনাকে জয় উৎসর্গ, পহেলগামে নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা সূর্যর

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাচ শেষে সূর্য,Ei Samay
ম্যাচ শেষে সূর্য,Ei Samay

পহেলগামের ঘটনার পর কেন ভারত ফের পাকিস্তানের বিরুদ্ধে খেলছে সেই প্রশ্নটা বারবার উঠছিল। BCCI জানিয়েছিল তারা ICC ও ACC-র ইভেন্টকে বয়কট করতে পারবে না। ফলে ভারত নিয়মের মধ্যে পড়ে খেলতে নেমেছে আর নেমে জিতেছে। ম্যাচ জেতার পর অধিনায়ক সূর্যকুমার যাদবের কথায় পহেলগামে হামলার ঘটনার কথা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার যাদব বক্তব্য রাখার সময় বলেন, ‘আমি কিছু বলতে চাইছি, বলার জন্য সেরা মুহূর্ত। আমরা পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের পাশে আছি। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। এই জয়টা দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করছি। আশা করছি সেনাবাহিনী আমাদের সবাইকে আরও অনুপ্রাণিত করবে।’

সূর্যর কাছে এই ম্যাচটা স্পেশাল। কারণ, ১৪ তারিখ অর্থাৎ, ম্যাচের দিন তাঁর জন্মদিন। অধিনায়ক হিসেবে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন এবং জিতলেন। তাও আবার জন্মদিনের দিন। সূর্য কথা বলার সময়ে দর্শকরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, জবাবে সূর্য বলেন, ‘দারুণ অনুভূতি এবং এটা জন্মদিনের দারুণ একটা উপহার।’

Suryakumar yadav

সূর্যর বক্তব্যের পর BCCI-এর পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে পহেলগামে নিহতদের পরিবারের পাশে থাকার কথা বলা হয়। পাশাপাশি টিমের একটি ছবিও পোস্ট করা হয়।

নিজের খেলা নিয়ে সূর্য বলেন, ‘একটা জিনিস ভাবলে সেটা সবসময় মাথার মধ্যে চলে। সবসময় জিততে চাই এবং যখন জিততে পারি সেই অনুভূতিটা অসাধারণ। এই বক্সটা আমি সবসময় টিক করতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকা ম্যাচ শেষ করা — সেটা করতে পেরেছি। তবে এই ম্যাচটা আমাদের গোটা দলের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই ছিল। আমরা সব প্রতিপক্ষের মতো পাকিস্তানের বিরুদ্ধেও একইরকম প্রস্তুতি নিয়েছিলাম। যেই দলটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারাই জয়ের সুরটা ঠিক করে দিয়েছিল।’

এই ম্যাচে পাকিস্তানকে ভারত মাত্র ১২৭ রানে আটকে দেয়। আর সেটা হয়েছে স্পিনারদের জন্যই। কুলদীপের তিন ও অক্ষরের এক উইকেটের দাপটে ভারত মাঝের ওভারে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেয়। সূর্য বলেন, ‘আমি সবসময় স্পিন ভক্ত, কারণ ওরাই ম্যাচের মাঝামাঝি সময়ে নিয়ন্ত্রণ করে।’

A special tribute from Suryakumar Yadav — this victory goes to the victims of the Pahalgam attack & our Indian Armed Forces. 🇮🇳✌️ #INDvsPAK #AsiaCup pic.twitter.com/LzFhfUvQWc

ম্যাচের সেরা হন কুলদীপ। তিনি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী বল করেছি। যে ব্যাট করছিল, তাঁর স্টাইল অনুযায়ী বল করেছি। আমার আলাদা পরিকল্পনাও ছিল। প্রথম বলে উইকেট, এটা মাথায় ছিল, সেটা করতে পেরেছি। তবে এখনও খুশি নই, বোলিং নিয়ে আরও কাজ করতে হবে। কিছু সময়ে অতিরিক্ত ভ্যারিয়েশন দিয়েছি, যেটা কমাতে হবে।’

ভারতের পরের ম্যাচ ওমানের বিরুদ্ধে, ১৯ সেপ্টেম্বর খেলা হবে।

Lading . . .