ভারতের কামব্যাকের ম্যাচে কোপ বৃষ্টির? কেমন থাকবে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া?
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

জমে উঠেছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। সিরিজ় নির্ণায়ক ম্যাচে বুধবার মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। এই মুহূর্তে ২-১ ফলে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ়ে টিকে থাকতে গেলে এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় নেই টিম ইন্ডিয়ার কাছে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই চোট সমস্যায় জর্জরিত ভারত। আকাশ দীপ, অর্শদীপ সিং, নীতীশ রেড্ডিরা খেলতে পারবেন না এই ম্যাচে। কামব্যাকের এই ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির চোখরাঙানি। আগামী পাঁচদিন কেমন থাকবে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া?
বৃষ্টিতে ভেস্তে যাবে ম্যাঞ্চেস্টার টেস্ট?
এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলা হয়েছে এই সিরিজ়ে। তবে মেঘাচ্ছন্ন পরিবেশ অথবা বৃষ্টি হলেও, কখনওই গোটা দিনের খেলা ভেস্তে যায়নি। হেডিংলে, এজবাস্টন এবং লর্ডসে পাঁচদিনই পুরো ৯০ ওভার খেলা হয়েছে। কিন্তু সেই ছবিটা পাল্টাতে পারে ম্যাঞ্চেস্টারে। একটি ওয়েদার অ্যাপের রিপোর্ট অনুযায়ী, ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে।
Heavy rain ⛈️and thundurstrom😱 in Manchester😱 #INDvsENG #weatherforecast pic.twitter.com/fpOsEYfnt3
এর মধ্যে প্রথম দিনেই বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। তাপমাত্রা থাকবে ১৪-১৯ ডিগ্রির মধ্যে। পরের চার দিনে আরও কমবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রির আশপাশে। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাস। সেই দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮৪ শতাংশ। তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির সম্ভাবনা কম, যথাক্রমে ৭ ও ১০ শতাংশ। ম্যাচের শেষ দিন অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। অর্থাৎ পাঁচদিনই ম্যাচে কোপ বসাতে পারে বৃষ্টি।
Not looking good in Manchester for the test match weather over the next five days. #ENGvIND #INDvENG pic.twitter.com/VlPtAS9lEI
এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টারে কোনওদিন ম্যাচ জেতেনি ভারত। বৃষ্টির জন্য চতুর্থ টেস্ট ভেস্তে গেলে সিরিজ় জয়ের আর কোনও সুযোগ থাকবে না ভারতের কাছ। তখন শেষ ম্যাচে জিতে ২-২ ফলে সিরিজ় ড্র করাই লক্ষ্য হবে শুবমানদের।
VIDEO | First shots of the wicket at Old Trafford Cricket Stadium in Manchester ahead of the 4th Test between India and England. pic.twitter.com/nkB5XZ0iLL
ম্যাঞ্চেস্টারের পিচ রিপোর্ট
গত কয়েক বছরে দেখা গিয়েছে ম্যাঞ্চেস্টারের পিচ কিছুটা স্লো হয়েছে। খুব একটা বাউন্স পাওয়া যায় না উইকেট থেকে। তবে বৃষ্টির কারণে সেটা পাল্টাতে পারে, সুবিধা পেতে পারেন পেসাররা। দুই স্পিনারে দল সাজালে সেটাও এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে শেষ তিনটি ম্যাচে যতটা সহজ হয়েছিল ব্যাটিং করা, এখানে ততটা সহায়তা পাবেন না ক্রিকেটাররা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন