সুপার ফোরে যেতে বাংলাদেশকে লংকান তারকার পরামর্শ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের চলতি আসরে আজই বাংলাদেশের শেষ সুযোগ। আজ আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে সুপার ফোরে খেলার সুযোগ থাকবে বাংলাদশে দলের সামনে। তবে হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে টাইগাররা।
আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন শ্রীলংকার সাবেক তারকা অলরাউন্ডার ফারভেজ মারুফ।
তিরি বলেন, ‘বাংলাদেশ আগে ব্যাট করে ভালো স্কোর করুক, এটাই দেখতে চাইবো। কোনো চাপ না নিয়ে কেবল ম্যাচ উপভোগ করে খেলুক। কিন্তু তারা পছন্দ করে চেইজ করতে। তারা চেইজ করে জিততে অভ্যস্ত। আবার আফগানিস্তান আগে ব্যাট করতে পছন্দ করে সবসময়। এটা খুবই ইন্টারেস্টিং হবে।’
লংকান এই তারকা আরও বলেন, ‘তবে আমি সত্যিই চাই, বাংলাদেশ আগে ব্যাট করুক। ইমন ও তানজিদ তাদের সহজাত ব্যাটিং করুক। তারা দুইজন যেকোনো বোলিং আক্রমণের জন্যই মারাত্মক হুমকি হতে পারেন। তাই আগে ব্যাট করলে অবশ্যই তাদের এভাবে সাহসী ক্রিকেট খেলা উচিত।’
আবুধাবির কন্ডিশন দুই দলের জন্যই পরিচিত, যা উভয় দলের জন্য ইতিবাচক দিক বলে মনে করেন মাহারুফ। তার মতে, ‘দুই দলের জন্যই প্লাস পয়েন্ট হলো, তারা আবুধাবিতে আগেও খেলেছে। তারা কন্ডিশন সম্পর্কে জানে।’
পারভেজ মারুফ আরও বলেন, ‘এই আফগানিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাট করা সহজ না। তবে আবুধাবিতে স্পিনারদের বল বেশ স্কিডও করে। এটা ঘটলে বাংলাদেশের টপ অর্ডার সুবিধা পাবে। তারা সরাসরি ব্যাটে আসা বল খেলতে পছন্দ করে। তবে ফারুকি ও ওমরজাই বল সুইং করাতে পারে৷ যাইহোক, বাংলাদেশকে একটা দারুণ সূচনা করতে হবে। দুই ওভার, দুই মেডেন ও দুই উইকেট আর দেখতে চাই না টি-টোয়েন্টি ক্রিকেটে।’
আরও পড়ুন