প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে দারুণ শুরু পেয়েছে আফগানিস্তান। সেদিকউল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ফিফটিতে ১৮৮ রানের সংগ্রহ গড়েছিল আফগানরা। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংকে থামিয়েছে শতরানের আগেই। ৯৪ রানে জিতে টুর্নামেন্ট শুরু করেছে রশিদ খানের দল।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮৮ রান তোলে তারা। জবাবে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৯৪ রানে থামে হংকংয়ের ইনিংস।
আগে ব্যাটে নামা আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন সেদিকউল্লাহ। ৫২ বলের ইনিংসটিতে ছিল ৬ চার ও ৩ ছক্কার মার। ২১ বলে ৫৩ রান করেন ওমরজাই। ২ চার ও ৫ ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া ২৬ বলে ৩৩ রান করেন মোহাম্মদ নবী।
আয়ুশ শুকলা ও কিঞ্চিত শাহ দুটি করে উইকেট নেন।
রানতাড়ায় হংকংয়ের হয়ে দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছান। বাবর হায়াত ৪৩ বলে ৩৯ রান করেন। এবং ২৬ বলে ১৬ রান করেন ইয়াসিম মুরতাজা।
আফগান বোলারদের মধ্য়ে ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব দুটি করে উইকেট নেন।