ম্যাক্সওয়েলদের হারিয়ে চ্যাম্পিয়ন পুরান-পোলার্ডের নিউইয়র্ক
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির দল এমআই নিউইয়র্ক। গ্লেন ম্যাক্সওয়েলের নেতৃত্বাধীন ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে কাইরন পোলার্ড-নিকোলাস পুরানদের দল।
ডালাসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল নিউইয়র্ক। কুইন্টন ডি কক ৪৬ বলে ৬ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৮ রানের ঝোড়ো ইনিংস। এছাড়া মোনাঙ্ক প্যাটেল ২২ বলে ২৮, পুরান ১৭ বলে ২১ আর শেষদিকে কুনওয়ার সিং ১৩ বলে করেন অপরাজিত ২২ রান।
লুকি ফার্গুসন ২১ রানে নেন ৩টি উইকেট।
জবাবে ৫ উইকেটে ১৭৫ রানেই আটকে যায় ওয়াশিংটন। রাচিন রাবিন্দ্র ওপেনিংয়ে ৪১ বলে ৮ চার আর ২ ছক্কায় করেন ৭০ রান। জ্যাক এডওয়ার্ডস ২২ বলে ৩৩ রানে আউট হন।
এরপর ৩৪ বলে ৫ ছক্কায় ৪৮ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি গ্লেন ফিলিপস। অধিনায়ক ম্যাক্সওয়েল ১৬ বলে খেলেন ১৫ রানের ধীর ইনিংস।
ট্রেন্ট বোল্ট আর রুশিল উগারকার নেন ২টি করে উইকেট।
আরও পড়ুন