Advertisement

এশিয়া কাপে প্রশংসিত ভারত-শ্রীলঙ্কার জার্সি, ট্রোলড পাকিস্তান

এই সময়

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

আলোচনায় জার্সি,Ei Samay
আলোচনায় জার্সি,Ei Samay

এশিয়া কাপের আট দলের জার্সি ও ট্রফি সামনে এল। প্রথম ম্যাচের দিনেই অধিনায়করা এক হয়ে সাংবাদিক বৈঠক করলেন ও একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন। সাংবাদিক বৈঠকের পর প্লেয়াররা ট্রফির সঙ্গে ফটোশ্যুটও করেন। সেখানে নজর কাড়ল ভারত ও শ্রীলঙ্কা দলের জার্সি। বাকি জার্সিগুলোর থেকে এই জার্সি মুগ্ধ করল।

এশিয়া কাপে খেলতে নামা আট দলের জার্সি

এশিয়া কাপের আগে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দলগুলোর জার্সির ছবিটি পোস্ট করেছে ACC। ছবিতে দেখা যাচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, বাংলাদেশ, হংকং ও সংযুক্ত আরব আমিরশাহী অধিনায়করা দাঁড়িয়ে রয়েছেন। সবার জার্সির থেকে ভারত ও শ্রীলঙ্কার জার্সি ছিল আলাদা।

Asia Cup Jersey

এর প্রধান কারণ হলো এই দুই দলের জার্সির বুকে কোনও স্পনসর নেই। রয়েছে শুধু দেশের নাম। টিম ইন্ডিয়ার জার্সিতে স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনের নাম থাকলেও পরে সেরা সরানো হয়। অন্যদিকে শ্রীলঙ্কা দলেরও কোনও স্পনসর নেই। ছবিতে দেখা যাচ্ছে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কাকে বাকিদের থেকে আলাদা লাগছে। তাঁদের জার্সিতে রয়েছে দেশের নাম।

Asia Cup Jersey

টিম ইন্ডিয়া ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এ বারের এশিয়া কাপে একই জার্সি পরে খেলতে নামছে। শুধু স্পনসরের লোগো আলাদা। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের চিরাচরিত জার্সি ছেড়ে এ বার হলুদ রংয়ের জার্সি পরেছে। ফলে তাদের রংটা বাকিদের থেকে উজ্জ্বল।

সমর্থকদের দাবি, জার্সিতে দেশের নাম সবচেয়ে ভালো লাগে দেখতে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দলে তাদের জার্সির জন্য নিন্দিত হয়েছে। কারণ এ বার পাকিস্তান দলের জার্সিতে দুটো স্পনসরের লোগো। এবং স্পনসরের লোগোর নিচে দেশের নাম। যেটা দেশের অপমান বলে মনে করছেন অনেক সমর্থক।

Lading . . .