Advertisement

আট অধিনায়কের সাতকাহন

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আবুধাবিতে গতকাল পর্দা উঠল টি ২০ এশিয়া কাপের। রাতে আফগানিস্তান-হংকং টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে দুপুরে দুবাইয়ে আট দলের অধিনায়ককে নিয়ে হলো ‘ক্যাপ্টেন্স মিট’। উন্মোচন করা হলো ট্রফি।

মাঠে নামার প্রায় সাত ঘণ্টা আগে ‘আট অধিনায়কের সাতকাহনে’ নিজের অসন্তুষ্টি প্রকাশে কুণ্ঠিত হননি রশিদ খান। ম্যাচ আবুধাবিতে, থাকতে হচ্ছে দুবাইয়ে। এ নিয়ে বিরক্ত আফগানিস্তান অধিনায়ক। শ্রীলংকার অধিনায়ক চারিত আসালাঙ্কা যখন বলেন, ‘আমার ঘুম পাচ্ছে। প্রশ্নের উত্তর আগামীকাল দেব,’ তখন হাসির রোল ওঠে।

লিটন দাস, বাংলাদেশ অধিনায়ক

আমরা সাম্প্রতিক সময়ে পরপর তিনটি সিরিজ খেলেছি এবং সবকটিতেই ভালো পারফর্ম করেছি। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। এশিয়া কাপে প্রতিটি দলই শক্তিশালী। এখানে জিততে হলে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। এটাই আসল চ্যালেঞ্জ। আমাদের কিছু প্রমাণের চাপ নেই। সাম্প্রতিক পারফরম্যান্স ও ক্যাম্প মিলিয়ে আমাদের এশিয়া কাপের প্রস্তুতি খুব ভালো হয়েছে। সবকটিই ভালো দল ও চ্যালেঞ্জিং। আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। কয়েকবার রানার্সআপ হলেও আমরা কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। এখানে শিরোপা জেতা সহজ নয়। তবে ইতিহাস ভাঙার জন্যই তৈরি হয়। আমরা নিজেদের শতভাগ দিয়ে সব চ্যালেঞ্জ উতরে সফল হওয়ার চেষ্টা করব।

সূর্যকুমার যাদব, ভারত অধিনায়ক

দল হিসাবে আমরা সবশেষ টি ২০ সিরিজ খেলেছি গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এরপর ছেলেরা আইপিএলে খেলেছে। তবে এটা ঠিক যে, গত জুনের পর খুব বেশি টি ২০ ক্রিকেট খেলা হয়নি আমাদের। চ্যালেঞ্জটা গ্রহণ করছি আমরা। দেখা যাক কী হয়। নেটে ভালো সময় কাটিয়ে এখন টুর্নামেন্টেও ভালো ক্রিকেট খেলতে উন্মুখ আমরা। তবে বর্তমান চ্যাম্পিয়ন বলে নিজেদের ফেভারিট ভাবছি না আমরা। এই ফরম্যাটে সব দলেরই সুযোগ থাকে। মাঠে আমরা আগ্রাসি ক্রিকেট খেলব (পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে)। আগ্রাসন ছাড়া এ ধরনের ম্যাচ জমে না। মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।

সালমান আগা, পাকিস্তান অধিনায়ক

টি ২০ ক্রিকেটে ফেভারিট বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে আপনাকে। এই সংস্করণে দুই-এক ওভারেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ত্রিদেশীয় সিরিজ খেলে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। শেষ চার সিরিজের তিনটি জিতেছি আমরা। দলের অনেকের এটা প্রথম বড় টুর্নামেন্ট। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। ফাস্ট বোলারদের আগ্রাসন সহজাত। এটা তাদের কাছ থেকে আপনি কেড়ে নিতে পারেন না। ক্রিকেটীয় চেতনার সীমা অতিক্রম না করে মাঠে কেউ আগ্রাসন দেখাতে চাইলে আমার দিক থেকে কোনো বাধা নেই।

রশিদ খান, আফগানিস্তান অধিনায়ক

আপনার খেলা আবুধাবিতে, আপনি থাকছেন দুবাইয়ে। আমার মনে হয় না যে, এটা কোনো আদর্শ সিদ্ধান্ত। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসাবে আপনাকে এটা মেনে নিতে হবে। মানসিকভাবে শক্ত থাকতে হবে। মাঠে নেমে শতভাগ দিতে হবে। বড় টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিয়েই নামতে হয়। আমরা ভারসাম্যপূর্ণ দল। যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেদিকেই পুরো মনোযোগ থাকবে।

চারিত আসালাঙ্কা, শ্রীলংকা অধিনায়ক

জিম্বাবুয়েতে দুদিনে দুটি ম্যাচ খেলে এখানে এসে আবার খেলা সত্যিই কঠিন। কয়েকদিন ছুটি পেলে ভালো হতো। আশা করি, কোচ একমত হবেন! এখানকার কন্ডিশনও কঠিন। অনেক গরম। আমার এখনো ঘুম পাচ্ছে...

প্রশ্নের উত্তর আগামীকাল দিতে চাই! মজা করলাম। এশিয়া কাপের জন্য প্রস্তুত আমরা।

মুহাম্মদ ওয়াসিম, আরব আমিরাত অধিনায়ক

সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কঠোর পরিশ্রম করেছি। চেনা কন্ডিশনে নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব আমরা। প্রতিপক্ষ পাকিস্তান হোক বা ভারত, নিজেদের লক্ষ্যে অবিচল থাকব।

ইয়াসিম মুর্তজা, হংকং চায়না অধিনায়ক

আমাদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা কঠোর পরিশ্রম করেছে এখানে আসার জন্য। অনেক কষ্ট করে আমরা বাছাই পেরিয়েছি। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা থাকবে।

জাতিন্দর সিং, ওমান অধিনায়ক

ওমানের প্রথম এশিয়া কাপে অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ভারত ও পাকিস্তানের মতো দলের সঙ্গে খেলার সুযোগ খুব বেশি পাই না আমরা। আশা করি, শেখার পাশাপাশি নিজেদের ছাপ রাখতে পারব।

Lading . . .