মাথায় আঘাতে ছিটকে গেলেন বেনেট, কনকাশন বদলি প্রিন্স
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

সাউথ আফ্রিকার করা ৪১৮ রান সামনে রেখে প্রথম ইনিংসে ব্যাটে নেমে মাথায় আঘাত পেয়েছেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট। চলতি টেস্ট থেকে ছিটকে গেছেন। তার কনকাশন বদলি হিসেবে ম্যাচের বাকি অংশে খেলবেন ৩৬ বর্ষী প্রিন্স মাসভাউরে।
বুলাওয়েতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪১৮ রান তুলে ম্যাচের দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৫১ রান তুলেছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ৭৬ রানে এবং ওয়েসলি মাধেভেরে ১৩ রানে ব্যাট করছেন।
স্বাগতিকরা ইনিংসের শুরুতেই টপঅর্ডারের দুই ব্যাটারকে হারায়। ষষ্ঠ ওভারে কোয়েনা মাফাকার শর্ট বলে টেনে খেলতে চেয়েছিলেন বেনেট। বল আঘাত হানে তার হেলমেটে। ২৫ বলে ১৯ রান করা বেনেট তাৎক্ষণিক কনকাশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যাটিং চালিয়ে যান। এরপর আরও তিনটি বল মোকাবেলা করার পর অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়ে যান।
পরীক্ষা-নিরীক্ষার পর চলতি ম্যাচ থেকে ছিটকে যান বেনেট। তার কনকাশন বদলি হিসেবে ওপেনার মাসভাউরের নাম জানায় স্বাগতিক দলটি। ২০২৪ সালের জুলাইতে সবশেষ টেস্ট খেলেছিলেন মাসভাউরে।