Advertisement

কাটল ৩৫ বছরের খরা, ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই নজির অংশুলের

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই নজির অংশুলের,Ei Samay
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই নজির অংশুলের,Ei Samay

মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন শুবমান গিল। বুধবার বাস্তবায়িত হলো সেটা। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেলেন তরুণ পেসার অংশুল কম্বোজ। চূড়ান্ত স্কোয়াডে না থেকেও টেস্টে অভিষেক ঘটল তাঁর।

লর্ডস টেস্টে চোট পাওয়ায় ছিটকে যান আকাশ দীপ। আর এক পেসার অর্শদীপ সিং দশদিনের জন্য মাঠের বাইরে। তাই মাঝপথে অংশুলকে স্কোয়াডে নেয় ভারত। তার কয়েকদিনের মধ্যেই জায়গা পেলেন প্রথম একাদশে।

তবে একটাও বল না করেই রেকর্ড গড়লেন তিনি। প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলের সঙ্গে একাসনে বসলেন অংশুল। কী নজির গড়লেন তিনি?

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে কী রেকর্ড গড়লেন অংশুল কম্বোজ?

১৯৯০ সালে ম্যাঞ্চেস্টারে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলের। সেটাই শেষ। তার পরে এই প্রথম লাল বলের ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক ঘটল ম্যাঞ্চেস্টারে। মাঝে কেটে গিয়েছে ৩৫ বছর। কুম্বলের পরে প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন অংশুল।

শুধু তাই নয়, অনিল কুম্বলের সঙ্গে আরও একটি বিষয়ে সাদৃশ্য রয়েছে তাঁর। দুই ক্রিকেটারেরই দখলে রয়েছে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড।

Test Cap number 3⃣1⃣8⃣ 🙌

Congratulations to Anshul Kamboj, who is all set to make his international Debut! 👏👏

Updates ▶️ https://t.co/L1EVgGu4SI #TeamIndia | #ENGvIND pic.twitter.com/ntZRqsxczF

কেন ম্যাঞ্চেস্টার টেস্টে সুযোগ পেলেন অংশুল কম্বোজ?

এই সিরিজ় শুরুর আগে ভারতীয় ‘এ’ দলের হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে নজর কাড়েন ২৪ বছর বয়সি এই পেসার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচে নেন ৫ উইকেট। ব্যাট হাতেও দ্বিতীয় ম্যাচে খেলেন ৫১ রানের ইনিংস। ঘরোয়া ক্রিকেটেও অংশুলের রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। ২৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে নিয়েছেন ৭৯টি উইকেট।

তবে নজর কাড়েন ২০২২ সালে রঞ্জি ট্রফির ম্যাচে। কেরালার বিরুদ্ধে ম্যাচে হরিয়ানার এই পেসার একাই এক ইনিংসে নেন ১০ উইকেট। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন রঞ্জিতে।

1⃣ innings 🤝 1⃣0⃣ wickets 👏

Historic Spell 🙌

3⃣0⃣.1⃣ overs
9⃣ maidens
4⃣9⃣ runs
1⃣0⃣ wickets 🔥

Watch 📽️ Haryana Pacer Anshul Kamboj's record-breaking spell in the 1st innings against Kerala 👌👌 #RanjiTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/RcNP3NQJ2y

তবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের পরেও ডাক পাননি দলে। এই সিরিজ়ের জন্য প্রথমে হর্ষিত রানাকে দলে নেয় ভারত। তবে হাল ছাড়েননি অংশুল।

এই নিয়ে তাঁর কোচ সতীশ রানা বলেন, ‘ইংল্যান্ড থেকে ফেরার সময়ে কয়েকটা ডিউকস বল নিয়ে আসে অংশুল। একটা স্টাম্প বসিয়ে সেটা লক্ষ্য করে বোলিং শুরু করে। ব্যাটিং নিয়েও ঘাম ঝরায়। সবসময়ই আশাবাদী ছিল। সেটারই ফল পেয়েছে।’ এখন দেখার ম্যাঞ্চেস্টার টেস্টে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন।

Lading . . .