Advertisement

ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সভা আজ

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১ জুলাই, ২০২৫

24obnd

নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি চলতি মাসে আরও একটি বোর্ড সভা করতে যাচ্ছে। আজ সোমবার বিকেল ৩টায় মিরপুরের বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে এই সভা। গেল মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরই ইতোমধ্যে চলতি মাসে দুটি বোর্ড সভা করেছেন টেস্টে বাংলাদেশের এই প্রথম সেঞ্চুরিয়ান।

এবারের বোর্ড সভা থেকেও আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে কাল। এ ছাড়া প্রতিটি বিভাগের উত্থাপিত সিদ্ধান্তও আসতে পারে। সম্প্রতি শ্রীলংকার কাছে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন নাজমুল হোসেন শান্ত। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও এই সভায় প্রাথমিক আলোচনা হতে পারে। এইচপিসহ গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রামসহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা। এর আগে বিসিবির সর্বশেষ সভা অনুযায়ী গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী অনুষ্ঠান। যার অংশ হিসেবে প্রায় সপ্তাহখানেক সময় ধরে দেশজুড়ে সিক্সএসাইড টুর্নামেন্টের পাশাপাশি পেসার ও স্পিনার হান্টের আয়োজন করে বিসিবি। এরপর ২৬ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া প্লাজার সামনে ২৫ বছর পূর্ণ হওয়ার দিন ক্রিকেটারদের পুনর্মিলনী হয়েছে। যদিও সেখানে টেস্ট মর্যাদা প্রাপ্তিতে অবদান রাখা বিসিবির সাবেক দায়িত্বরতদের দাওয়াত না দেওয়ার মতো সমালোচিত ঘটনা ঘটে।

আরও পড়ুন

Lading . . .