Advertisement

CSK-তে যোগদান পাকা? ‘Dhoni’ লেখা জার্সি পরে মাঠে সঞ্জু

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ফাইল ছবি,সৌজন্যে ANI,এই জার্সিই এখন আলোচনায়,Ei Samay,
ফাইল ছবি,সৌজন্যে ANI,এই জার্সিই এখন আলোচনায়,Ei Samay,

সঞ্জু স্যামসন এখন সবচেয়ে বেশি চর্চায়। ঘরোয়া ক্রিকেট, এশিয়া কাপ ও IPL তিনটে ক্ষেত্রেই তিনি পেজের হেডলাইনে জায়গা করছেন। বুচি বাবু টুর্নামেন্ট না খেলে তিনি বেছে নিয়েছে কেরালা প্রিমিয়ার লিগকে, সেখানে তিনি কোচি ব্লু টাইগার্স দলের সহ অধিনায়কও। তবে সবকিছুর ঊর্ধ্বে এখন আলোচনায় সঞ্জুর জার্সি। তিনি ও তাঁর দল খেলছেন ‘Dhoni’ লেখা জার্সি পরে। যেটা নিয়ে চলছে আলোচনা।

সঞ্জু স্যামসন ও তাঁর দলের জার্সির সামনে দেখা গিয়েছে লেখা Dhoni. এর পরই আলোচনা শুরু হয় তা হলে কি কোচি দলের কর্ণধার ধোনি? জেনে নিন কারণ-

কেন Dhoni লেখা জার্সি পরে খেলতে নামলেন সঞ্জু?

কোচি ব্লু টাইগার্স দলের প্রধান স্পনসর হচ্ছে Dhoni App. এটা হচ্ছে ফ্যান এনগেজমেন্ট ও লয়্যালটি প্ল্যাটফর্ম। মহেন্দ্র সিং ধোনি এই অ্যাপের কর্ণধার। সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে ও বিভিন্ন প্রোডাক্ট বিক্রির জন্য ধোনি এই অ্যাপটি বাজারে এসেছিলেন। সেই অ্যাপই স্পনসর করেছে সঞ্জুদের। তাই জার্সিতে Dhoni App লিখতে হয়েছে।

Sanju Samson jersey

ধোনির সঙ্গে সঞ্জু স্যামসনের যোগ

গত কয়েক মাস ধরে সঞ্জু স্যামসনের সঙ্গে ধোনির নাম যুক্ত হচ্ছে। কারণ CSK সঞ্জুকে সই করাতে চাইছে। আগামী মরশুমের জন্য ধোনির জায়গায় সঞ্জুকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে CSK। অন্যদিকে রাজস্থান রয়্যালসও সঞ্জু স্যামসনকে ট্রেড করতে চায়। সব মিলিয়ে সঞ্জু স্যামসন চর্চায়।

পাশাপাশি তিনি এ বার এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন। তিনিই দলের প্রধান উইকেটকিপার ব্যাটার হবেন এশিয়া কাপে। তার আগে কেরালা প্রিমিয়ার লিগে তাঁর ফর্ম আলোচনায় রইল।

Durga Puja

Lading . . .