Advertisement

ওয়ানডেতে নতুন মাইলফলক স্পর্শ করলেন শান্ত

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ৯ জুলাই, ২০২৫

24obnd

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন টস হেরে ফিল্ডিং করতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করেছেন নাজমুল হোসেন শান্ত।

ওয়ানডে ক্যারিয়ারের ফিফটি পূরণ করেছেন তিনি। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি ওয়ানডে খেলার কৃতিত্ব দেখিয়েছেন ৩১ জন ক্রিকেটার। সেই তালিকায় এবার যুক্ত হলেন শান্ত। ২০১৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল শান্তর। এরপর সময়ের সঙ্গে নিজেকে পরিণত ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এখন পর্যন্ত ৪৮ ইনিংসে ব্যাট করে শান্ত করেছেন ১ হাজা ৫৬৫ রান। তিনটি সেঞ্চুরি আর ১০টি অর্ধশতকের সাহায্যে তার গড় রান ৩৪.৭৭। এ ছাড়াও দেশের হয়ে ১৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। যার মধ্যে জয় এসেছে ৪টিতে, হার ৯টিতে।

দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তার ম্যাচ সংখ্যা ২৭৪। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন

Lading . . .