Advertisement

আশরাফুলের জায়গায় ঢাকার অ্যাডহক কমিটিতে

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুলের জায়গায় ঢাকার অ্যাডহক কমিটিতে
আশরাফুলের জায়গায় ঢাকার অ্যাডহক কমিটিতে

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দুই মাস আগে গঠিত সেই কমিটিতে ছিলেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

তবে সর্বশেষ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত নতুন কমিটিতে জায়গা হয়নি তার। আশরাফুলের পরিবর্তে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকা জেলার অ্যাডহক কমিটিতেও এসেছে পরিবর্তন। সাথিরা আক্তার জেসির জায়গায় এসেছেন নাজমুল আবেদিন ফাহিম।

বিসিবি সভাপতি পদে লড়াইয়ের গুঞ্জন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল বুলবুলকে ঘিরে। এনএসসির মনোনীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ থাকলেও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পদ থেকে সরানোর ঝুঁকি রয়েছে। তাই অন্য ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেওয়াকেই নিরাপদ ভাবছেন তিনি। নতুন এই কমিটি তাকে সেই সুযোগের দুয়ারেই পৌঁছে দিয়েছে।

এনএসসি থেকে অনুমোদিত নতুন কমিটিতে আহ্বায়কের পরপরই বুলবুলকে প্রথম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা বিভাগের পরিচালক হয়ে বিসিবির নির্বাচনে অংশ নেয়ার পথ সুগম হলো তার।

বিসিবি ইতোমধ্যেই জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বহুল আলোচিত নির্বাচন। নির্বাচন কমিশনও গঠন করেছে বোর্ড। এদিকে, তামিম ইকবালও নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে সভাপতি পদে সম্ভাব্য লড়াই জমতে পারে দেশের দুই সাবেক অধিনায়ক বুলবুল ও তামিমের মধ্যে।

এফবি/এমএইচএম

আরও পড়ুন

Lading . . .