Advertisement

সিপিএল অভিষেকে কেমন খেললেন রিজওয়ান?

ঢাকা পোস্ট

প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫

24obnd

২০২৪ সালের ডিসেম্বর থেকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ব্রাত্য মোহাম্মদ রিজওয়ান। সর্বশেষ আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলে জায়গা না পেয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো নাম লিখিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টের জার্সি গায়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে রিজওয়ানের অভিষেক হয়েছে। তবে অভিষেকে চরম ব্যর্থ হয়েছেন তিনি। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নেমে ৬ বলে মাত্র ৩ রান করে জোমেল ওয়ারিকেনের বলে বোল্ড হন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

অবশ্য রিজওয়ান ব্যর্থ হলেও জিতেছে তার দল সেন্ট কিটস। ওয়ার্নার পার্কে এই ম্যাচে বার্বাডোজ রয়্যালসকে ১২ হারিয়েছে তারা। এটি রিজওয়ানের দলের পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে সেন্ট কিটস। আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৪ রান তোলে রিজওয়ানের দল। জবাব দিতে নেমে ১৮.২ ওভারেই ১৬২ রানে অলআউট হয়ে যায় বার্বাডোজ।

সেন্ট কিটসের জয়ের নায়ক অধিনায়ক জেসন হোল্ডার। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতান ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাট হাতে ২১ বলে ৩৮ রান আর বল হাতে ৩.২ ওভার বোলিং করে ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সিপিএলে টেবিলের শীর্ষে রয়েছে সাকিবের হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস।

এএল

Lading . . .