‘আন্তর্জাতিক ম্যাচ খেলারই যোগ্য নয়’, বাংলাদেশের কাছে হেরে পিচকে দুষলেন পাক কোচ
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

বাংলাদেশ এবং পাকিস্তান, বিশ্ব ক্রিকেটে দুই দলই এখন খারাপ পারফরম্যান্সের জন্য চর্চায়। ICC টুর্নামেন্টে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সই পাতে দেওয়ার মতো নয়। এর পাশাপাশি রয়েছে প্রশাসনিক দুর্নীতি এবং দল নিয়ে একের পর এক অবাক করা সিদ্ধান্ত। রবিবার এই দুই দল মুখোমুখি হয়েছিল সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। লো-স্কোরিং ম্যাচে সহজেই জয় পায় বাংলাদেশ। আরও একবার প্রকট হলো পাক ব্যাটারদের ব্যর্থতা।
কিন্তু ম্যাচ হেরে চাঞ্চল্যকর অভিযোগ পাক কোচ মাইক হেসনের। জানালেন শের-ই-বাংলা স্টেডিয়ামের এই পিচ আন্তর্জাতিক ম্যাচ খেলারই যোগ্য নয়। কেন এমন অভিযোগ?
পিচ নিয়ে কী অভিযোগ পাক কোচের?
বাংলাদেশের পিচ নিয়ে অতীতেও একাধিকবার অভিযোগ উঠেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, ‘আমার মতে এই পিচটা আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্য নয়। টিমগুলো আসন্ন এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সিরিজ় খেলে। তাই এমন পিচ বানানোটা একেবারেই মেনে নেওয়া যায় না। মাঝে ফখর জ়ামান চার-পাঁচটি শট খেলে, তখনও বোঝা যায়নি পিচের চরিত্র বদলে যাবে। পরে দেখা গিয়েছে বল পড়ে ভিতরের দিকে আসছে এবং অসমান বাউন্স ছিল।’
Dutch-Bangla Bank Bangladesh 🆚 Pakistan T20I Series 2025 | 1st T20I 🏏
Post-match media conference | Mike Hesson, Pakistan Coach #BCB #Cricket #BANvPAK #BDCricket #Bangladesh #HomeSeries pic.twitter.com/DArtJTeuL0
তবে পাক ব্যাটারদেরও তুলোধনা করেছেন তিনি। দু’বার রান আউট কিংবা ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে তাড়াহুড়োয় উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন পাক ক্রিকেটাররা। এই ব্যর্থতা ঢাকার জন্য কোনও অজুহাতই যথেষ্ট নয়, তা জানান মাইক হেসন।
A clinical chase! 💥
Bangladesh sealed the victory by 7 wickets and took the lead in the series! 🇧🇩🏏
Dutch-Bangla Bank Bangladesh 🆚 Pakistan T20I Series 2025 | 1st T20I 🏏 #BCB #Cricket #BANvPAK #BDCricket #LiveCricket #Bangladesh #HomeSeries pic.twitter.com/fbvI0ugH5u
তবে পিচ নিয়ে অভিযোগকে পাত্তা দিতে নারাজ বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস। তিনি জানান, মিরপুরের এই উইকেটে ব্যাট করা সহজ নয়। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার কারণে তাঁরা ভালো ভাবে ব্যাটিং করতে পেরেছেন, এমনটাই বলেন লিটন। প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ১৫.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।