সমর্থনে বাজিমাত, গুজরাট টাইটান্সের মুকুটে নতুন পালক
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

IPL-এ প্রথম বছর চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড তৈরি করেছিল গুজরাট টাইটান্স। নতুন দল হিসেবে IPL-এর মাঝপথে যোগ দিয়ে বাজিমাত করেছিল। প্রথম বছর চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় বছর রানার্স আপ হয় তারা। এই সাফল্যের সঙ্গে বাড়তে থাকে তাদের জনপ্রিয়তা। নতুন দল হিসেবে সমর্থক সংখ্যা থেকে শুরু করে সমর্থক বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে তারা। এ বার সেটার স্বীকৃতি পেল। সমর্থকদের যুক্ত রাখার জন্য পুরস্কার পেল তারা।
CX এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর ষষ্ঠ বছরে গুজরাট টাইটান্স পেল Best Use of Personalization to Elevate the Customer Journey পুরস্কার। এটা তারা পেয়েছে তাদের নতুন অ্যাপ টাইটান্স ফ্যামের জন্য। এই অ্যাপ দিয়ে তারা সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখে।
IPL-এ প্রতিটা দলের নিজস্ব অ্যাপ আছে। আর প্রতিটা অ্যাপই সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য। সেখানে গুজরাট টাইটান্স বাকিদের থেকে এগিয়ে গেল।
কী কী ফিচার রয়েছে এই অ্যাপে?
এই অ্যাপে সারা বছর ধরে সমর্থকরা কোনও কোনও খেলার সঙ্গে যুক্ত থাকতে পারেন। হ্যান্ড ক্রিকেট, ক্যুইজ়, পোল, প্লেয়ারদের AI ভিডিয়ো, VR গেমস খেলা যায়। সঙ্গে রয়েছে GT রিওয়ার্ডস। এরমধ্যে দিয়ে সমর্থকরা পয়েন্ট পান, যেটা দিয়ে তাঁরা ক্লাবের মার্চেন্ডাইজ় ডিস্কাউন্টে কিনতে পারেন।
এই বিষয়ে গুজরাট টাইটান্সের COO অরবিন্দ সিং বলেন, ‘গুজরাট টাইটান্সের ফ্যানরাই সব। আমরা ফ্যানদের জন্য সব করতে পারি। এই পুরস্কারটা প্রমাণ করে আমরা ফ্যানদের জন্য কতটা ভাবি। প্রযুক্তি নির্ভরযুগে আমরা প্রযুক্তির হাত ধরে সমর্থকদের এক করে রাখতে চাই।’
আরও পড়ুন