Advertisement

‘ভারতকে হারানোই সবচেয়ে স্মরণীয়’, কেরিয়ার নিয়ে স্মৃতিচারণায় রাসেল

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

কেরিয়ার নিয়ে স্মৃতিচারণায় রাসেল,Ei Samay,
কেরিয়ার নিয়ে স্মৃতিচারণায় রাসেল,Ei Samay,

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার কথা জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। ঘরের মাঠে সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ক্রিকেট কেরিয়ারে ইতি টানবেন তিনি। তিন ফর্ম্যাটে খেললেও মূলত কুড়ি ওভারের ফর্ম্যাটেই দাপট দেখিয়েছেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয় তাঁকে। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পরে এই ১৫ বছরে খেলেছেন অনেক স্মরণীয় ইনিংস। তবে ভারতের বিরুদ্ধে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ইনিংসকেই সবচেয়ে সেরা বলে জানালেন রাসেল।

কী হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে?

২০১৬ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। টস জিতে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৯২ রান তোলে ভারত। ৪৭ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। রোহিত করেন ৪৩, রাহানের ব্যাটে আসে ৪০ রান।

রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। লেল্ডল সিমন্স (৮২*) ও জনসন চার্লসের (৫২) বড় ইনিংসের পরে শেষটা করেন রাসেল। ২০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

Andre Russell :

My career best moment was the T20 2016 Semifinal win against India where I brought the team home, chasing 190+ with the crowd supporting India only, that was already the bit of pressure but the wicket was very good & we also got a fine start . #WIvAUS #AUSvWI pic.twitter.com/NpEKbo61jX

কেরিয়ারের সেরা ইনিংস নিয়ে কী বললেন রাসেল?

এই ঐতিহাসিক জয়কেই কেরিয়ারের সেরা মুহূর্ত বলে জানিয়েছেন রাসেল। তিনি বলেন, ‘অবশ্যই ২০১৬ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়টা আমার কেরিয়ারের সেরা মুহূর্ত। আমি, লেন্ডল এবং অন্য ব্যাটারদের সহায়তায় ওই ম্যাচ জিতেছিলাম।’

Andre Russell

তিনি আরও বলেন, ‘সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৯০-এর উপর টার্গেট তাড়া করা অন্যতম কঠিন কাজ। ভারতে খেলা হওয়ায় দর্শকরা শুধু ওদেরই সমর্থন করছিল। সেই চাপ থাকলেও উইকেট থেকে সুবিধা পেয়েছি আমরা। তবে ড্রেসিংরুমে সবাই উৎসাহ জুগিয়েছিল এবং হাতে উইকেট ছিল অনেক। তাই খোলা মনে নিজের চেনা ছন্দে ব্যাটিং করতে পেরেছি।’ ওই বছরে বিশ্বকাপও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। রাসেলের ছিল এটি দ্বিতীয় বিশ্বকাপ খেতাব।

Lading . . .