Advertisement

ত্রিদেশীয় সিরিজে প্রাপ্ত আয় বন্যার্তদের দিচ্ছেন শাহিন-সালমান

ঢাকা পোস্ট

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

এশিয়া কাপের প্রস্তুতি ভালোভাবেই সেরেছে পাকিস্তান। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে তারা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। সিরিজে প্রাপ্ত অর্থ সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন পাক অধিনায়ক সালমান আলি আগা ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছিল পাকিস্তান ও আফগানিস্তান। গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে হওয়া জমজমাট ফাইনালে অল্প পুঁজি নিয়েও সালমান আগার দল রোমাঞ্চকর জয় পেয়েছে। মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও আফগানদের ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট করে ৭৫ রানে জিতেছে তারা। শারজাহতে পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নওয়াজ। এই স্পিনিং অলরাউন্ডার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকও করেন।

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৫

এরপরই বন্যার্তদের সহায়তায় শাহিন ও নিজের প্রাপ্ত অর্থ প্রদানের ঘোষণা দেন সালমান। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পাকিস্তানি অধিনায়ক লিখেছেন, ‘আমরা দলগতভাবে কী প্রতিক্রিয়া দেখাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশ কঠিন সময় পার করছে। আমি ও শাহিন আফ্রিদি ত্রিদেশীয় সিরিজের আয় বন্যার্তদের জন্য দেবো। যাদের জীবন বিপন্ন হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিভিন্ন অঙ্গনের তারকাদের আহবান জানাচ্ছি।’

আরও পড়ুন

গত তিন বছরে পাকিস্তান দ্বিতীয়বার ভয়াবহ মৌসুমী বন্যার কবলে পড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষমুহূর্ত থেকে বন্যায় ৯০০–এর অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। প্লাবিত হয়েছে পাঞ্জাবের ১৪০০ গ্রাম। এ ছাড়া এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এখনও চলমান এই বন্যায়।

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে শাহিন আফ্রিদি নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি। ৪ ম্যাচে ইকোনমি (৫.৫৭) ঠিক রাখলেও উইকেট পেয়েছেন ৪টি। সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেছেন ফাইনালের নায়ক মোহাম্মদ নওয়াজ। এ ছাড়া পাকিস্তানি অধিনায়ক সালমান আগা ৫ ইনিংসে ব্যাট করে ১১৮.৪৭ স্ট্রাইকরেট ও ২৭.২৫ গড়ে ১০৯ রান করেন। এই সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ রান এসেছে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের (৫ ইনিংসে ১৯৪) কাছ থেকে।

এএইচএস

Lading . . .