Advertisement

বিসিবিতে ফিরলেন হেমিং, অনিশ্চয়তায় গামিনি

চ্যানেল আই

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

একযুগের বেশি সময় মিরপুর স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে আছেন গামিনি ডি সিলভা। এ শ্রীলঙ্কান দায়িত্ব নেয়ার পর মিরপুরের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বাংলাদেশ ক্রিকেটে গামিনি অধ্যায় থামার পথে। আনুষ্ঠানিকভাবে তার বিদায় নিয়ে কিছু না বললেও অস্ট্রেলিয়ান টনি হেমিংকে গামিনিসহ বাকি কিউরেটরদের ‘বস’ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। অর্থাৎ বিসিবির টার্ফ বিভাগের প্রধান হয়ে এসেছেন হেমিং।

বিসিবির বোর্ড মিটিং শুরু হয় শনিবার বেলা ৩টায়। তার আগেই আসেন বিসিবিতে আগেও দায়িত্বে থাকা হেমিং। অন্যদিকে রোববার থেকে ছুটিতে যাচ্ছেন লঙ্কান গামিনি। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘এতবছর ধরে মিরপুরের উইকেট নিয়ে যা সমালোচনা হয়েছে তা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন। সেসবে আমরা সন্তুষ্ট না।’

‘এবার সবদিক বিবেচনায় বিশেষ করে ক্রিকেটারদের কথা বিবেচনায় আমরা চাইছি এই অবস্থার যেন পরিবর্তন হয়। তাই আমরা পিচ সেক্টরে আরও ভালো করার জন্য হেমিংকে এনেছি।’

গামিনি থাকছেন কিনা এমন প্রশ্নে ইফতেখার বলেছেন, ‘সময় বলবে গামিনি থাকবেন কিনা। আপাতত তার একবছরের চুক্তি আরও বাড়ানো হয়েছে। তবে দুমাসের টার্মিনেশন নোটিশ দেয়া হয়েছে, সুতরাং পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে। হেমিংয়ের সঙ্গে আমাদের দুবছরের চুক্তি হয়েছে। তিনি পিচের মান উন্নয়নের পাশাপাশি বিসিবির কিউরেটরদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন।’

Lading . . .