হাফডজন বিশ্বরেকর্ড শুভমানের, স্পর্শ করলেন ব্র্যাডম্যান-সোবার্সদের
প্রকাশ: ৫ জুলাই, ২০২৫

ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে আছেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও জ্বলে উঠেছে তার ব্যাট। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
এজবাস্টনের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে তিনি অপরাজিত থাকেন ১১৪ রানে। এই ইনিংসের সুবাদে হাফডজন বিশ্বরেকর্ড ঝুলিতে পুরেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক।
১৯৯ বলে টেস্টে সপ্তম সেঞ্চুরি হাঁকান শুভমান। এই সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইংরেজদের বিরুদ্ধে তার আগে দু’টি সেঞ্চুরি এসেছিল ধর্মশালায় (২০২৪) এবং লিডসে (২০২৫)।
চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা তিনটি শতরান হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন তিনি। শুভমানের আগে মোহাম্মদ আজহারউদ্দিন (১৯৮৪-৮৫), দিলীপ বেঙ্গসরকার (১৯৮৫-৮৬) এবং রাহুল দ্রাবিড় (২০০২ ও ২০০৮-২০১১)-এর নামে রয়েছে এই রেকর্ড।
তা ছাড়াও এই ইনিংসের ফলে গিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দু’টি টেস্টে টানা সেঞ্চুরি করা সফরকারী অধিনায়কদের একটি অভিজাত ক্লাবে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স, গ্রেইম স্মিথের মতো কিংবদন্তি তারকারা।
একইসাথে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ইংরেজদের বিরুদ্ধে টানা দু’টি টেস্টে শতরান করলেন। ১৯৫১ ও ১৯৫২ সালে এই বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন বিজয় হাজারে। তা ছাড়াও ১৯৯০ সালে লর্ডস এবং ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন।
এখানেই শেষ নয়। অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, বিরাট কোহলিদের সাথে এক সারিতে বসে পড়লেন গিল।
প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে প্রথম দু’টি টেস্টে তিনটি শতরান হাঁকিয়েছিলেন কোহলি। এ ছাড়াও সবচেয়ে কম বয়সে টানা দুই টেস্টে শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কৃতিত্বর অধিকারী হয়ে উঠেছেন শুভমান। কোহলি ২৬ এবং গাভাস্কার পরপর দু’টি টেস্টে সেঞ্চুরি করেছিলেন ২৭ বছর বয়সে। গিলের বয়স ২৫। তার সর্বশেষ রেকর্ডটি হলো, ২০১৮ সালে কোহলির পর বার্মিংহামে সেঞ্চুরি করলেন শুভমান।