Advertisement

ত্রিপুরার ক্রিকেট উন্নয়নে এ বার সৌরভকে চান মুখ্যমন্ত্রী মানিক

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

সৌরভ গঙ্গোপাধ্যায়,ANI,,Ei Samay
সৌরভ গঙ্গোপাধ্যায়,ANI,,Ei Samay

অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

নীরমহল, উনোকোটি, জাম্পুই পাহাড়, দেবতামুরা, রুদ্রসাগর লেক, উজ্জয়ন্ত প্রসাদ। সঙ্গে বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দির। গোটা ত্রিপুরা রাজ্য জুড়েই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এ রকমই নানা বেড়ানোর জায়গা। পর্যটনকে তুলে ধরতে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ‘আইকন’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাদের রাজ্যের পর্যটনের মুখ করা হয়েছে। এ বার সৌরভকে ত্রিপুরার ক্রিকেট উন্নতিতেও কাজে লাগাতে চায় সেই রাজ্যের বিজেপি সরকার।

নিজের বাসভবনে বসে মুখ্যমন্ত্রী মানিক সরকার একান্ত সাক্ষাৎকারে বলে দিলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিকে আমরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছি। উনি এখানে এসে বেশ কয়েক দিন ধরে পর্যটনের নানা ভিডিয়ো করে গিয়েছেন। আমাদের ওয়েব সাইটে গেলে সে সব দেখ তে পাবেন। এ বার ক্রিকেটের ব্যাপারেও তিনি যাতে আমাদের সাহায্য করেন, সেই চেষ্টা করব।’

Sourav Ganguly

ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী নিজে খেলোয়াড় ছিলেন। ফুটবল খেলেছেন ক্লাব পর্যায়ে। একই সঙ্গে জানালেন, ব্যাডমিন্টানও তাঁর অন্যতম পছন্দের খেলা। এখনও সময় সুযোগ পেলে নেমে পড়েন। সেই মানিক সরকার এ বার ত্রিপুরার ক্রিকেটেও উন্নতি আনতে চাইছেন।

Sourav Ganguly

তাঁর কথায়, ‘ত্রিপুরায় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। একটা সময়ে আমরা খুব ভালোই খেলতাম। রঞ্জি পর্যায়েও নাম রয়েছে আমাদের। সেই সময়টাকে আবার ফিরিয়ে আনতে চাই। আমি অবশ্যই সৌরভের সঙ্গে ক্রিকেটের উন্নতি নিয়ে কথা বলব। উনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। আমাদেরও খুব কাছের মানুষ। নিশ্চয়ই তাঁর পরামর্শ আমাদের এগিয়ে নিয়ে যাবে।’

A day to promote tripura tourism pic.twitter.com/QlKMq4mo3q

এ ছাড়াও পর্যটন নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের। যেমন ত্রিপুরা সুন্দরী মন্দিরে সতীর ৫১ পিঠের আদলে ৫১ মন্দির বানানোর কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সতীর একান্নপীঠ শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরেও আছে। সেখানে হয়তো সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের পক্ষ থেকে এখানেই ৫১ সতীপীঠ বানানো হচ্ছে। যাতে পর্যটকরা এক জায়গায় এসে সব কিছু দর্শন করতে পারেন।’

এই কাজ খুব দ্রুতগতিতে চলছে। কাজ সম্পন্ন হলে নিশ্চয়ই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে। তার আগে ক্রিকেট নিয়ে সৌরভের পা আবারও পড়তে চলেছে ত্রিপুরায়। দাদার মস্তিষ্কে ত্রিপুরার ক্রিকেট এ বার আগে বাড়ার অপেক্ষায়।

Sourav Ganguly

Lading . . .