Advertisement

৩০০ টাকায় দেখা যাবে পাকিস্তান সিরিজ, যেভাবে কিনবেন টিকিট

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

৩০০ টাকায় দেখা যাবে পাকিস্তান সিরিজ, যেভাবে কিনবেন টিকিট
৩০০ টাকায় দেখা যাবে পাকিস্তান সিরিজ, যেভাবে কিনবেন টিকিট

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া টিকিট কেনার পদ্ধতিও জানিয়ে দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।

৩০০ টাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি দেখতে দর্শকদের বসতে হবে ইস্টার্ন গ্যালারিতে। একনজরে অবস্থানভেদে বিভিন্ন দামের টিকিটের তালিকাও দেওয়া হলো।

ইন্টার্ন গ্যালারি- ৩০০ টাকা
শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও নর্থান গ্যালারি- ৪০০ টাকা
শহীদ মুস্তাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড- ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (মিডিয়া ও কর্পোরেট ব্লক)- ১৫০০ টাকা
গ্রান্ড স্ট্যান্ড- ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউন্স- ৩৫০০ টাকা

টিকিট এই অফিসিয়াল ই-টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে কেনা যাবে। দর্শকরা পছন্দ অনুযায়ী ম্যাচ, গ্যালারি, ব্লক এবং টিকিটের সংখ্যা নির্বাচন করে কার্ড বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, রেজিস্টারকৃত প্রতিটি অ্যাকাউন্ট থেকে প্রতি ম্যাচের জন্য সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে উভয় ধরনের টিকিট (ফিজিক্যাল ও ই-টিকিট) গ্রহণযোগ্য হবে এবং প্রাথমিকভাবে টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে।

অনলাইনে বিক্রির পর অবিক্রীত টিকিটগুলো ম্যাচ চলার দিন স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে। এসব বুথের অবস্থান বিসিবির ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Lading . . .