প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

কানাডার উইনপেগে চলছে বিশ্ব জুনিয়র আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ও ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়েছে। ব্যক্তিগত ইভেন্টে পদকের লড়াইয়ে থাকতে না পারলেও দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। সাগর, আলিফ ও রাকিব বাংলাদেশ রিকার্ভ আরচ্যারি দলে খেলেন। পোল্যান্ড, মেক্সিকোকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠে। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ ১-৫ সেট পয়েন্টে হারে। ব্রোঞ্জ লড়াইয়েও একই ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারেন সাগররা। দক্ষিণ কোরিয়াও একই ব্যবধানে আমেরিকাকে হারিয়ে স্বর্ণ জেতে। ব্যক্তিগত ইভেন্টে আরচ্যার আব্দুর রহমান আলিফ ১/১৬ স্টেজে স্লোভাকিয়ান আরচ্যার ড্যানিয়েলের কাছে হারেন। পাঁচ সেট শেষে ৫-৫ সেট পয়েন্টে সমতা ছিল। টাইব্রেকে আলিফ ৭ আর ড্যানিয়েল ৯ স্কোর করেন। আলিফ র্যাংকিং রাউন্ডে সপ্তম হওয়ায় তিনি দুই ধাপ বাই পেয়েছিলেন। স্লোভাকিয়ান ড্যানিয়েল আলিফকে হারানোর আগে বাংলাদেশের আরেক আরচ্যার সাগরকে হারান। ১/২৪ স্টেজে সাগর তার কাছে ২-৬ সেট পয়েন্টে হারেন। একই স্টেজে বাংলাদেশের আরেক আরচ্যার ভারতের হুদা পরশের কাছে সরাসরি ৬-০ সেটে হেরে বিদায় নেন। ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগে বাংলাদেশের আরচ্যাররা অ-২১ শ্রেণীতে অংশ নিয়েছেন। কানাডার দূরত্ব বাংলাদেশ থেকে অনেক ও ব্যয়বহুল হওয়ায় শুধু তিনজন পুরুষ রিকার্ভ আরচ্যারকে পাঠিয়েছে ফেডারেশন। নারী রিকার্ভ, কম্পাউন্ড নারী-পুরুষ কাউকে পাঠায়নি।
আরও পড়ুন