Advertisement

আকাশ-অর্শদীপের পরে ফের ধাক্কা, সিরিজ় থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

নীতীশ কুমার রেড্ডি,Ei Samay,
নীতীশ কুমার রেড্ডি,Ei Samay,

একে লর্ডসে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। তার উপরে ম্যাঞ্চেস্টারে পা হড়কালেই হাতছাড়া হবে সিরিজ়। এমন অবস্থায় একের পর এক চোট। আঙুলে চোট পাওয়ায় দশদিনের জন্য ছিটকে গিয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। পিঠের পুরোনো সমস্যা মাথাচাড়া দিয়েছে বাংলার পেসার আকাশ দীপের। চতুর্থ টেস্টে নেই তিনিও। এমন অবস্থায় আরও বিপাকে ভারতীয় দল। চোটের কারণে সিরিজ় থেকেই ছিটকে গেলেন পেসার অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি।

কোথায় চোট পেয়েছেন নীতীশ?

একাধিক রিপোর্টে প্রকাশ, ২০ জুলাই অর্থাৎ রবিবার জিম করার সময়ে চোট পান নীতীশ। সঙ্গে সঙ্গে স্ক্যান করা হয়। রিপোর্ট আসার পরে জানা গিয়েছে হাঁটুতে চোট পেয়েছেন তিনি। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু ম্যাঞ্চেস্টার টেস্ট নয়, গোটা সিরিজ়েই আর পাওয়া যাবে না নীতীশকে।

রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ-ফুটবলারদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভারতীয় দল। সেখানেও দেখা যায়নি নীতীশকে। তবে তখনও চোট পাওয়ার বিষয়টা প্রকাশ্যে আসেনি। এই খবর প্রকাশ্যে আসার পরে এখন একটাই প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মধ্যে, কে খেলবেন নীতীশের জায়গায়।

Nitish Kumar Reddy

চলতি সিরিজ়ে এখনও পর্যন্ত সে ভাবে দাগ কাটতে পারেননি নীতীশ। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে প্রথম একাদশে ছিলেন তিনি। ৪ ইনিংসে করেছেন মোট ৪৫ রান। দুই ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তবে তিনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে পেরেছেন।

🚨 Squad Update: Nitish Kumar Reddy ruled out of the series. Arshdeep Singh ruled out of fourth Test 🚨

The Men’s Selection Committee has added Anshul Kamboj to the squad.

More details here - https://t.co/qx1cRCdGs0 #TeamIndia #ENGvIND

কে হবেন নীতীশের বিকল্প?

বুমরা এবং সিরাজের সঙ্গে পেস আক্রমণে যোগ দেওয়ার জন্য ভারতীয় দলে আছেন প্রসিধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর ও অংশুল কম্বোজ। প্রথম দুই টেস্টে নজর কাড়তে পারেননি প্রসিধ ও শার্দূল। সে ক্ষেত্রে অংশুল সুযোগ পাবেন কি না, সে দিকে নজর ক্রিকেটপ্রেমীদের।

জায়গা পেতে পারেন কুলদীপ যাদবও। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সুনীল গাভাসকর, সকলেই পরামর্শ দিয়েছেন এই অভিজ্ঞ স্পিনারকে ম্যাঞ্চেস্টার টেস্টে সুযোগ দেওয়ার। তবে কার জায়গায় খেলবেন কুলদীপ, সেই প্রশ্ন উঠছে।

Nitish Kumar Reddy

Lading . . .