Advertisement

এশিয়া কাপের আগেই নতুন দায়িত্ব, এই দলের হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়,ANI
হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়,ANI

এক সময়ে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পরে দক্ষ প্রশাসক হিসেবেও দায়িত্ব সামলেছেন। এ বার আরও এক নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। হেড কোচ হিসেবে যাত্রা শুরু হলো প্রাক্তন ভারত অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার SA20 লিগের দল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’-এর হেড কোচের পদে দেখা যাবে সৌরভকে।

এত দিন এই দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট। কিন্তু তাঁর অধীনে আশানুরূপ সাফল্য পায়নি প্রিটোরিয়া ক্যাপিটালস। চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে হেড কোচ হিসেবে অভিষেক হবে দাদার।

প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়

জোনাথন ট্রটের অধীনে ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। তাই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে টিম ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়, ‘তোমার নেতৃত্ব এবং দলের উন্নতির জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’

A post shared by Pretoria Capitals (@pretoriacapitals)

এর আগে অনেক ফ্র্যাঞ্চাইজ়ির মেন্টর বা ডিরেক্টর হিসেবে দেখা গিয়েছে সৌরভকে। ২০১৮-১৯ ও ২০২৩-২৪ IPL মরশুমে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর ছিলেন তিনি। এই মুহূর্তে JSW স্পোর্টস গ্রুপের ডিরেক্টর এবং WPL-এ দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গে যুক্ত তিনি। তবে হেড কোচের পদে এই প্রথম দেখা যাবে তাঁকে।

A post shared by Pretoria Capitals (@pretoriacapitals)

প্রিটোরিয়া ক্যাপিটালসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়েছে। সেখানে লেখা হয়, ‘ক্যাপিটালস শিবিরে রাজকীয় ছোঁয়া আনার জন্য এ বার তৈরি প্রিন্স! সৌরভকে আমাদের হেড কোচ হিসেবে ঘোষণা করছি। সেঞ্চুরিয়ন ওঁর আগমনের অপেক্ষায় রয়েছে।’

স্বাভাবিক ভাবেই এই খবরে উচ্ছ্বসিত আরও দাদা-ভক্তরা।

Lading . . .