Advertisement

পাকিস্তানের ছায়া বাংলাদেশ ক্রিকেটেও, এ বার গড়াপেটায় যুক্ত তরুণ ক্রিকেটার

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

গড়াপেটায় যুক্ত মিনহাজুল আবেদিন সাব্বির,Ei Samay
গড়াপেটায় যুক্ত মিনহাজুল আবেদিন সাব্বির,Ei Samay

বাংলাদেশ ক্রিকেট মানেই একের পর এক ঘটনার কারণে শিরোনামে থাকা। সে ক্রিকেট ম্যাচে কোনও অদ্ভুত নজির হোক কিংবা মাঠের বাইরে দুর্নীতি। ক্রিকেটারদের বেতন না দেওয়া থেকে বোর্ডের অন্দরের রাজনীতি, বরাবরই চর্চায় উঠে এসেছে তারা। এ বার ফের লজ্জার মুখে বাংলাদেশ ক্রিকেট। তরুণ ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বিরের নাম জড়াল গড়াপেটায়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ২৭ বছর বয়সি এই ক্রিকেটারের বিরুদ্ধে। পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে ব্যান করে হতে পারে তাঁকে। ঘটনাটা কী?

কেন ব্যান হতে পারেন বাংলাদেশের এই ক্রিকেটার?

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গড়াপেটার সঙ্গে যুক্ত মিনহাজুল আবেদিন সাব্বির, এমনটাই অভিযোগ। দ্য শিনেপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন সাব্বির। গুলশান ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ম্যাচের দুটি ঘটনার কারণে সন্দেহ বাড়ছে ফিক্সিং নিয়ে।

প্রথমে ওপেনার রহিম আহমেদ স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্প আউট হন। এই ঘটনা ইচ্ছাকৃত বলেই মনে করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি চর্চায় ৪৪তম ওভারের একটি ঘটনা। তাঁকে খুব সহজেই স্টাম্প আউট করেন বিপক্ষ দলের উইকেটকিপার। কিন্তু কোনওরকম বাধা দেওয়ার চেষ্টা করেননি সাব্বির। অথচ সহজেই ক্রিজ়ের ভিতরে ঢুকে যেতে পারতেন তিনি।

Minhajul Abedin Sabbir

এই দুই ঘটনার পরেই তদন্ত শুরু হয়। একটি রিপোর্টে প্রকাশ, বুকিদের সঙ্গে যোগাযোগ ছিল সাব্বিরের। প্রায়শই বিদেশের একটি ফোন নম্বরে যোগাযোগ করতেন সাব্বির, যেটাকে আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের নম্বর বলে মনে করা হচ্ছে। তবে সাব্বির কেন এই কাজ করেছিলেন, সেটা জানা যায়নি। BCB-র দুর্নীতিবিরোধী নিয়মের মধ্যে অনেকগুলিই ভেঙেছেন সাব্বির। তাই বিষয়টা এখন অ্যান্টি করাপশন ট্রাইব্যুনালের অধীনে রয়েছে।

Minhajul Abedin Sabbir

ক্রিকবাজ়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমপক্ষে পাঁচ বছরের জন্য ব্যান করা হতে পারে সাব্বিরকে। দোষের গুরুত্ব বিচার করে সেটা আট থেকে দশ বছরও হতে পারে। এই ঘটনার পর উঠে আসছে মহম্মদ আশরাফুলের কথা। ২০১৩ সালে আট বছরের জন্য ব্যান করা হয়েছিল তাঁকে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন টালমাটাল।

Lading . . .