প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তবে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আরব আমিরাত ও ওমান। আবু ধাবিতে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাইয়ে ভারতের কাছে ৯ উইকেটের হার দিয়ে নিজেদের চতুর্থ এশিয়া কাপ শুরু করে আরব আমিরাত। প্রথমে ব্যাটিং করে ১৩ দশমিক ১ ওভারে ৫৭ রানে গুটিয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে তারা। মাত্র ১০ রানে শেষ ৮ উইকেট পতন হয় আরব আমিরাতের। দুই ওপেনার ছাড়া দলের আর কোন ব্যাটারই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেনি। ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও সুবিধা করতে পারেনি আরব আমিরাত। ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের ৯৩ বল বাকী থাকতেই হার মানতে হয় আরব আমিরাতকে। তবে ওমানের বিপক্ষে ভাল ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম, ‘ভারতের বিপক্ষে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়েই আমরা ঘুরে দাঁড়াতে চাই।’ এদিকে, আরব আমিরাতের মত বড় হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে ওমানও। পাকিস্তানের কাছে ৯৩ রানের বড় ব্যবধানে হারে তারা। প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৭ উইকেটে ১৬০ রানের বেশি করতে দেয়নি ওমানের বোলাররা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ১৬ দশমিক ৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান। আরব আমিরাতের বিপক্ষে ব্যাটারদের কাছ থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছেন ওমান অধিনায়ক জতিন্দর সিং, ‘ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে। বড় জুটি ও বড় ইনিংস খেলতে পারলেই আরব আমিরাতের বিপক্ষে জয় অসম্ভব নয়।’ ওমানের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলে ৫টিতে জয় ও ৪টি হেরেছে আরব আমিরাত।
আরও পড়ুন