ব্যাট ভাঙল যশস্বীর, গাভাসকর-সচিনকে ছুঁলেন রাহুল, প্রথম দিনেই জমজমাট ম্যাঞ্চেস্টার টেস্ট
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টানা চার ম্যাচে টস হারলেন শুবমান গিল। তবে ম্যাচের প্রথম সেশনে সেটার প্রভাব পড়েনি খুব একটা। ভারতের হয়ে শুরুটা ভালো করেছেন দুই ওপেনার শুবমান গিল ও যশস্বী জয়সোয়াল। তবে ম্যাঞ্চেস্টারের পিচে দাপট দেখাচ্ছেন ইংল্যান্ডের পেসাররা। তবে কে ভেবেছিল সেই বল সামলাতে গিয়ে ব্যাটই ভেঙে বসবেন যশস্বী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো এখন ভাইরাল। ঘটনাটা কী?
কী ভাবে ব্যাট ভাঙলেন যশস্বী জয়সোয়াল?
ম্যাচের নবম ওভারেই ঘটে এই ঘটনা। বল করছিলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। ভিতর দিকে আসা সেই বল ডিফেন্ড করতে যান যশস্বী। ডেলিভারিটি সরাসরি গিয়ে লাগে তাঁর ব্যাটের হ্যান্ডলে এবং ভেঙে যায় সেটি।
পিচ থেকে বাউন্স পেলেও খুব বেশি গতি ছিল না ওকসের বলে। ১২৬ কিমি গতির বলে কী ভাবে ব্যাট ভেঙে গেল, সেই প্রশ্ন উঠছে। তবে এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো।
Bat be like “mujhe kyun toda?” 😭🏏 #ENGvIND 👉 4th TEST, DAY 1 | LIVE NOW on JioHotstar 👉 https://t.co/0VxBWU8ocO pic.twitter.com/q80vIuwqIj
তবে ম্যাচে ভালো ছন্দে রয়েছেন আর এক ওপেনার কেএল রাহুল। ওকস, আর্চারদের খেলতে সমস্যায় পড়েননি তিনি। মসৃণ গতিতে ইনিংস গড়ার পথে ভাগ বসালেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরদের রেকর্ডে।
কোন রেকর্ড গড়লেন কেএল রাহুল?
প্রথম সেশনের ২৩তম ওভারে নজির গড়েন রাহুল। ইংল্যান্ডের মাটিতে ১০০০ রানের গন্ডি টপকালেন তিনি। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। তালিকায় শীর্ষে আছেন সচিন তেন্ডুলকর। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ১৫৭৫ রান করেছেন তিনি। তালিকায় নাম রয়েছে রাহুল দ্রাবিড় (১৩৭৬), সুনীল গাভাসকর (১১৫২) ও বিরাট কোহলির (১০৯৬)।
Milestone Unlocked 🔓
KL Rahul completes 1⃣0⃣0⃣0⃣ runs in Test Matches in England 👏👏 #TeamIndia 31/0 after 11 overs
Updates ▶️ https://t.co/L1EVgGu4SI #ENGvIND | @klrahul pic.twitter.com/1kalFjpZDc
গাভাসকরের আরও একটি রেকর্ডে ভাগ বসালেন রাহুল। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে অ্যাওয়ে টেস্টে ১০০০-এর বেশি রান করলেন। একমাত্র সুনীল গাভাসকরের এই রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে।