Advertisement

২৭৬ রানে বিশাল জয় অজ়িদের, রেকর্ডবুকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

রেকর্ডবুকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ,Ei Samay
রেকর্ডবুকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ,Ei Samay

সিরিজ়ের ফয়সালা হয়ে গিয়েছিল আগেই। তবে শেষটা হলো না ভালো ভাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজ়ের শেষ ম্যাচে ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারল দক্ষিণ আফ্রিকা।

আর এই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। প্রথমে ব্যাট হাতে দাপট দেখান মিচেল মার্শ, ট্র্যাভিস হেডরা, ক্যামেরন গ্রিনরা। ব্যাটিং অর্ডারের এই প্রথম তিন তারকার সেঞ্চুরিতেই ৪৩১ রান তোলে অস্ট্রেলিয়া।

এর পরে বল হাতে জ্বলে ওঠেন তরুণ বোলার কুপার কনোলি। ২২ রানে ৫ উইকেট নিয়ে ধস নামান প্রোটিয়াদের ইনিংসে। মাত্র ১৫৫ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর কী কী রেকর্ড তৈরি হয়েছে এই ম্যাচে?

রেকর্ডবুকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ODI ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ২৪৩ রানে হেরে গিয়েছিল প্রোটিয়ারা। সেই লজ্জা আরও বাড়ল এই ম্যাচে। অন্য দিকে ODI-তে অস্ট্রেলিয়ার এটা দ্বিতীয় সর্বাধিক বড় জয়।

ODI-তে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৪ উইকেটে ৪৩৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

For just the second time in ODI history, the top three all scored centuries! Alex Carey also made 50* coming in at four, as Australia posted a massive 2-431! #AUSvSA live blog: https://t.co/E8dkFmvx1s pic.twitter.com/ObInu7g5br

তবে সবচেয়ে বিরল নজির গড়েছেন অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটার। ODI ক্রিকেটের ইতিহাসে কোনও টিমের প্রথম তিন ব্যাটারের সেঞ্চুরি করার নজির এই নিয়ে দ্বিতীয়বার। ওপেনে নেমে ১০৩ বলে ১৪২ রান করেন ট্র্যাভিস হেড। মিচেল মার্শ ১০৬ বলে ১০০ রান। তিনে নেমে ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ৫৫ বলে ১১৮ রানে।

Cam Green joined a rare club today after a magnificent performance.

Catch his unbelievable highlights: https://t.co/XKM0rMkbrL pic.twitter.com/gaSs3EE6Sz

রেকর্ড বুকে নাম তুলেছেন ক্যামেরন গ্রিনও। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম।

Cooper Connolly broke through with five wickets, the top three all scored tons and Australia finished the series with a massive victory.

Check out the #AUSvSA match report: https://t.co/aKC4SJNR8Z pic.twitter.com/j0ew2ocGhy

বল হাতে দাপট দেখান কুপার কনোলি। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে কম বয়সে প্রথম ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ২২ বছর ২ দিন বয়সে এই কীর্তি গড়লেন কনোলি। আগে এই রেকর্ড ছিল ক্রেগ ম্যাকডার্মটের অধীনে (২২ বছর ২০৪ দিন)।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার স্পিনারদের মধ্যে ODI-তে এটাই সবচেয়ে ভালো বোলিং ফিগার। ব্র্যাড হগের ৩২ রানে ৫ উইকেটের রেকর্ড ভাঙলেন তিনি।

Lading . . .