Advertisement

প্রথম দিনে মাহমুদউল্লাহদের কী শেখালেন বিদেশি কোচ?

ঢাকা পোস্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ব্যাটিংয়ের বিশেষ প্রোগ্রাম। আজ হয়েছে রান স্কোরিং ওয়ার্কশপ, যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। অস্ট্রেলিয়ান কোচিং বিশেষজ্ঞ অ্যাশলে রস ও ইয়ান রেনশ এই কোর্স পরিচালনা করছেন।

ব্যাটিং ও ব্যাটিং কোচিংয়ের সব দিক নিয়ে কাজ করা হচ্ছে এই ওয়ার্কশপে। রান করার শিল্পকে আরও কার্যকরভাবে উন্নত করার লক্ষ্য কোচদের। কর্মশালার প্রথম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অ্যাশলে রস।

তিনি বলেন, 'ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বোলারই একটা সমস্যা হাজির করে। খেলার পরিস্থিতি আরেকটা সমস্যা। সেরা ব্যাটাররা আসলে সেরা সমস্যা-সমাধানকারী। আমরা চাই খেলোয়াড়রা যেন সমস্যার সমাধান খুঁজে নেওয়ার মতো মানসিকতা গড়ে তোলে। কারণ কোচ মাঠে গিয়ে তাদের হয়ে খেলতে পারবে না। ব্যাটারদের সবসময় একাই নামতে হয়।'

'আমরা চাই ওরা যেন আত্মবিশ্বাসী সিদ্ধান্তগ্রহণকারী হয়। যখন তারা বিশ্বমানের বোলারদের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়বে, তখন যেন নিজেদের বলতে পারে, আমি ভালো সিদ্ধান্তগ্রহণকারী, আমি সমস্যা-সমাধানকারী, আমি যেকোনো চ্যালেঞ্জ সামলাতে পারব। সফলতার জায়গা এটিই।'

এই কর্মশালায় অংশ নিয়েছেন দেশের ২০ জন সাবেক-বর্তমান ক্রিকেটার ও কোচ। বাংলাদেশি ক্রিকেটার ও কোচদের দেখে মুগ্ধ রস, 'আমরা ভাগ্যবান, কারণ এখানে দারুণ জ্ঞানভান্ডার আছে। ইয়ান আর আমি তত্ত্বের কথা বলছি, কিন্তু এখানকার অসাধারণ ব্যাটাররা দেখাচ্ছেন, বাংলাদেশে কীভাবে জিনিসগুলো হয়। আমাদের কাজ মূলত ওদের ভেতরকার জিনিসগুলো বের করে আনা। জ্ঞান আসলে ওদের মধ্যেই আছে।'

'আমরা সৌভাগ্যবান যে টেস্ট অভিষেকে ১৪৫ রান করা একজনকে (বুলবুল) পাচ্ছি। আমরা তার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। তত্ত্ব নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু পাশে যখন এমন ‘জীবন্ত গ্রন্থ’ থাকে, তখন দুর্দান্ত সব অভিজ্ঞতা পাওয়া যায়।'

'আমরা যখন ধারণা নিয়ে আলোচনা করি, ওরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে- কীভাবে অনুশীলন করে, কোনটা তাদের জন্য কার্যকর, আর কীভাবে তারা সবচেয়ে ভালোভাবে কোচিং পেয়েছে। এই মিশ্রণ অসাধারণ এক শেখার পরিবেশ তৈরি করেছে।'

এসএইচ/এইচজেএস

Lading . . .