Advertisement

‘বিশ্বকাপ, অলিম্পিক্স বয়কট করে দেখাক…’, ক্রিকেট ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ প্রাক্তন পাক তারকার

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ভারতকে চ্যালেঞ্জ প্রাক্তন পাক তারকার,Ei Samay
ভারতকে চ্যালেঞ্জ প্রাক্তন পাক তারকার,Ei Samay

পহেলগাম হামলার পরে আর কোনওদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার কথা জানিয়েছিলেন শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। সেই সিদ্ধান্তে অনড় থেকেছেন তাঁরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে বয়কট করেছেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। আর এটা কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান। ভবিষ্যতে খেলার জগতে দুই দেশের মধ্যে কী হবে সম্পর্ক তা নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে তোপ দাগলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট। পারলে অলিম্পিক্স বা বিশ্বকাপের মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে দেখাক ভারত, এমনটাই চ্যালেঞ্জ দিলেন।

কী বললেন সলমন বাট?

নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে মুখ খোলেন সলমন। তিনি বলেন, ‘গোটা বিশ্বে চর্চা হচ্ছে ওদের নিয়ে। ক্রিকেটপ্রেমীদের কী বার্তা দিতে চাইছেন ওঁরা? তাহলে কথা দাও, ICC-র কোনও টুর্নামেন্ট বা বিশ্বকাপেও ম্যাচ খেলবে না। যখন একটার সঙ্গে আর একটা জিনিসকে মেলানো হচ্ছে তাহলে কোনও প্রতিযোগিতাতেই খেলতে হবে না পাকিস্তানের বিরুদ্ধে। অলিম্পিক্সেও নয়। সেটার ফল অন্যরকম হবে। তখন দেখব, কত জাতীয়তাবাদ দেখাতে পারে।’

🇮🇳❌🇵🇰 | India’s withdrawal from the Legends match vs Pakistan sparks massive row!

Pak cricketer Salman Butt dares India: “Don’t play us in World Cup or Olympics either—make it a promise!”

Is a full sports boycott the right move? #indiaVsPakistan #WorldCup2025 #SalmanButt pic.twitter.com/bi0Q6rd1I8

India vs Pakistan

শুধু তাই নয়, কয়েকজন ক্রিকেটারের সিদ্ধান্তের জন্য গোটা টিম কেন ম্যাচ বয়কট করল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সলমন। জোর করে বাকিদের উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, এমনটাই মনে করছেন তিনি। সলমন বলেন, ‘এটা কী ধরনের চিন্তাভাবনা? আমি বুঝি না কে এই সিদ্ধান্ত নিচ্ছে। ৪-৫ জন ক্রিকেটার খেলতে চাননি, তাদের জন্য চাপে পড়ে বাকিরাও অংশ নিতে পারলেন না ম্যাচে।’

India vs Pakistan

এই নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরেই আসন্ন হকি এশিয়া কাপের জন্য ভারতে দল পাঠাতে নারাজ হয়েছে পাকিস্তান হকি ফেডারেশন।

Lading . . .