দল হারতেই ‘পাল্টি’, জার্সি বদলে ভাইরাল পাকিস্তান সমর্থক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ভারত পাকিস্তান ম্যাচে গত কয়েক বছরে একটা ছবি কমন ছিল, সেটা পাকিস্তান সমর্থকদের হতাশার ছবি। ২০১৯ সালে ODI বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সমর্থকের জনপ্রিয় ডায়লগ হোক বা সহজ ক্যাচ মিস করায় হতাশ এক্সপ্রেশন। বারবার বাক সমর্থকরা আলোচনায় এসেছে ভারতের কাছে হারের পর তাঁদের পদক্ষেপের জন্য। এ বার ভারত-পাকিস্তান ম্যাচেও দেখা গেল সেই একই ছবি। দলকে হারতে দেখে জার্সি বদলে ফেললেন এক পাক সমর্থক।
এই ম্যাচের জন্য স্টেডিয়াম ভরেনি। অনেক খালি সিটের ছবি ভাইরাল হয়েছে। তবে যতজন সমর্থক গিয়েছেন প্রত্যেকেই হতাশ হয়েছেন। সমর্থকদের মধ্যে সংঘর্ষ আটকাতে দুবাই পুলিশ একাধিক পদক্ষেপ নিলেও সেটা কাজে লাগেনি। ভারত ও পাকিস্তান দুই দলের সমর্থকরা হেসেখেলে ম্যাচ দেখেছেন। সেখানেই দেখা গিয়েছে এক আজব ছবি। যা পাকিস্তানকে হাসির পাত্র করেছে।
Akhir India ki hi Paidaish hai🤣
Baap ke paas akar he chupay ga ye porki🤣 #indvspak2025 #INDvPAK #PAKvIND #PakVsInd #PakistanCricket pic.twitter.com/n0eMsmp5oK
ঘটনাটি কী?
ভারত-পাকিস্তান ম্যাচের পর একটি টিকটক ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায় ম্যাচের শেষের দিকে পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত, তখন দর্শকদের মধ্যে পাকিস্তানের জার্সি পরা এক ভক্ত পাল্টি খান। তিনি পাকিস্তান জার্সির উপরে ভারতীয় দলের জার্সি পরে নাচতে শুরু করেন। এটি দেখে আশপাশে থাকা ভারতীয় সমর্থকরা সমর্থন করতে থাকেন। অর্থাৎ, দল হারতেই সমর্থন ঘুরিয়ে নিলেন পাক সাপোর্টার। এটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এটা অনেকে মজার ছলে নিলেও কেউ কেউ বেশ ক্ষুব্ধ হয়েছেন। বিশেষ করে কঠিন সময়ে নিজের প্রিয় দলের পাশে না দাঁড়ানোয় সেই সমর্থকের নিন্দা করেছেন পাকিস্তান সমর্থকদের একাংশ। ম্যাচ খেলা নিয়ে বিতর্ক, ম্যাচের শুরুতে ও পরে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় প্লেয়ারদের হাত না মেলানোর বিতর্কের মাঝে এই ঘটনা স্বস্তি দিয়েছে। পরিস্থিতিতে স্বাভাবিক করেছে।