Advertisement

অধিনায়কত্ব পেয়েই ক্যারিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি গিলের

নয়াদিগন্ত

প্রকাশ: ৭ জুলাই, ২০২৫

অধিনায়কত্ব পেয়ে আরো ধারালো হয়েছে শুভমান গিলের ব্যাট |ক্রিকইনফো থেকে নেয়া ছবি
অধিনায়কত্ব পেয়ে আরো ধারালো হয়েছে শুভমান গিলের ব্যাট |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে আরো ধারালো শুভমান গিলের ব্যাট। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির পর এবার দেখা পেলেন ডাবল সেঞ্চুরির।

ইংল্যান্ডের মাটিতে ৩১১ বলে দুই শ’ স্পর্ষ করেন গিল। অধিনায়কের এমন কীর্তিতে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় গোটা ভারতীয় দল।

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ চলছে ভারতের। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই এই কীর্তিতে পৌঁছান গিল।

ম্যাচে টসে হেরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত দলটির সংগ্রহ ৬ উইকেটে ৪৯৬ রান।

ডাবল সেঞ্চুরিয়ান গিলের সাথে এখন ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর। তার সংগ্রহ ২৩ রান।

Lading . . .