ভাঙল ম্যাকালামের রেকর্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে শিরোনামে আয়ুষ
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ম্যাঞ্চেস্টারে শুবমান-ঋষভরা নেমেছেন সিরিজ় বাঁচানোর লড়াইয়ে। চতুর্থ টেস্টে জয় তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য তাঁদের। সীমিত ওভারের সিরিজ়ে দাপট দেখাচ্ছে ভারতের মহিলা দল। টি-টোয়েন্টির পরে ODI সিরিজ়ে বাজিমাত করেছেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা। তা হলে ছোটরাই বা পিছিয়ে থাকবে কেন? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুরন্ত সেঞ্চুরি করল আয়ুষ মাত্রে। দ্বিতীয় টেস্টে খেলল ১২৬ রানের ঝকঝকে ইনিংস। আর এই সেঞ্চুরির পরে ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ড ভাঙল চেন্নাই সুপার কিংসের এই তরুণ তুর্কি।
কোন রেকর্ড গড়ল আয়ুষ মাত্রে?
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দারুণ ফর্মে আছে আয়ুষ। প্রথম টেস্টে তার ব্যাট থেকে এসেছিল ১০২ রানের ইনিংস। সেই ছন্দ ধরে রাখল দ্বিতীয় টেস্টেও। এই ম্যাচে প্রথম ইনিংসে খেলেছিল ৮০ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠল। ম্যাচ জয়ের জন্য ভারতের টার্গেট ছিল ৩৩৫ রান। ওপেনিংয়ে তার সঙ্গী বৈভব সূর্যবংশী শূন্য রানে আউট হয়। এর পরে দলের হাল ধরে আয়ুষ।
Century off just 64 balls for Captain Ayush Mhatre 💛 pic.twitter.com/BA1oalh4po
প্রথমে বিহান মালহোত্রা এবং পরে বাংলার ক্রিকেটার অভিজ্ঞান কুণ্ডুর সঙ্গে বড় জুটি গড়ে তোলে সে। ৬৪ বলে পূর্ণ করে সেঞ্চুরি। অবশেষে থামে ৮০ বলে ১২৬ রান করে। এই ইনিংসের পরে রেকর্ডবুকে নাম তুলল আয়ুষ।
ইউথ টেস্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়ল। এই তালিকায় তার আগে রয়েছে বৈভব সূর্যবংশী (৫৮ বল) ও মইন আলি (৫৬ বল)।
🚨 100* FROM JUST 64 BALLS BY AYUSH MHATRE 🚨
- Hundred in 1st innings in 1st match.
- 80 in 1st innings in 2nd match.
- Hundred in 2nd innings in 2nd match.
18-YEAR-OLD CAPTAIN's MAGIC IN ENGLAND FOR INDIA U-19. 🥶 pic.twitter.com/JDhx1HwX6Q
ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ডও ভাঙল সে। ইউথ টেস্টে একটি ম্যাচে ১০০-এর বেশি স্ট্রাইক রেটে মোট ২০০+ রান করার রেকর্ড এতদিন ছিল ম্যাকালামের দখলে। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭২ বলে ১৮৬ রান করেছিলেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১০৮.১৩।
সেই রেকর্ড ভাঙল আয়ুষ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১.১৭ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করল। দুই ইনিংস মিলিয়ে মোট রান ২০৬।